কিস্তওয়ার নিয়ে বিপাকে জম্মু-কাশ্মীর সরকার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের ক্ষতিপূরণ নিয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় পড়ল ওমর আবদুল্লা সরকার।
গোষ্ঠী সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে অন্য রাজ্য থেকে আসা আধাসেনা জওয়ানদের কম ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ। |
|
অগস্টে প্রবল গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় কিস্তওয়ারে। ওই ঘটনার ফলে জম্মু-কাশ্মীরে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করা নিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা হয়। তারই শুনানির সময়ে ক্ষতিপূরণের প্রসঙ্গ ওঠে। একটি হলফনামায় রাজ্য সরকার জানিয়েছে, নিহত ব্যক্তি জম্মু-কাশ্মীরের বাসিন্দা হলে তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। অন্য রাজ্যের বাসিন্দা হলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আধাসেনা জওয়ানদের জন্যও এই প্রকল্প প্রযোজ্য। হলফনামা দেখেই প্রধান বিচারপতি বলেন, “অন্যদের সাহায্য ছাড়া আপনারা রাজ্য
চালাতে পারবেন? এই জওয়ানরা আপনাদের রাজ্যে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। অন্য রাজ্য থেকে এলেও তাঁদের সঙ্গে এই ব্যবহার করা যায় না।” মুখ্যসচিবের বদলে তাঁর অধীনস্থ অফিসার এই হলফনামা দেওয়াতেও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বেঞ্চের প্রশ্ন, “এই বিষয়ে কোর্টকে সাহায্য করা কি মুখ্যসচিবের কর্তব্য নয়?” মুখ্যসচিবকেই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।
|
পুরনো খবর: সংসদে আজ ঝড় উঠবে কাশ্মীর নিয়ে |
|