কাদের শেখকে খুনের অভিযোগে রবিবার রাতে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ইনসান শেখ ও ওসমান শেখ। সোমবার তাদের কালনা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের স্ত্রী সাবি বিবি পুলিশকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে যে পাঁচজনের নাম জানিয়েছেন, তার মধ্যে রয়েছে ধৃতেরা। বাকি তিন অভিযুক্ত হলেন জাকির শেখ, আবদার শেখ ও কচু শেখ। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” |
সাবি বিবি পুলিশকে জানান, রবিবার দুপুর ১টা নাগাদ তাঁর স্বামী কাদের শেখ ও তিনি কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দিয়ে বেরোতেই ওই পাঁচ জন তাঁদের ঘিরে ধরে। এর মধ্যে জাকির ও আবদার তাঁর স্বামীর মাথায় গুলি করে বলে তাঁর অভিযোগ। প্রাথমিক তদন্তে পূর্বস্থলী থানার পুলিশের অনুমান, দুষ্কৃতীদের দুই দলের রেষারেষিতেই এই ঘটনা। পুলিশের দাবি, কাষ্ঠশালী এলাকায় দীর্ঘ দিন ধরেই কাদের শেখ ও জাকির শেখের গোষ্ঠীর রেষারেষি চলছিল। মাঝেমধ্যেই সংঘর্ষও হতো। এই দুই গোষ্ঠীর বিরুদ্ধেই খুনের মামলা রয়েছে। একটি মামলায় প্রায় দেড় বছর ধরে জেল খাটার পরে ৪ সেপ্টেম্বর ছাড়া পায় কাদের। তারপর থেকে এলাকাতেই ছিল সে। পুলিশের অনুমান, ওই দিন স্কুলে ভোট দিতে যাওয়ার সময় কাদেরের অনুগামীরা তাঁর সঙ্গে ছিল না। এরই সুযোগ নেয় বিপক্ষের লোকজন।
|