বিশ্বকর্মা পুজোর আগের দিন লরি ধোয়ামোছা করে হঠাৎই মদ্যপান করে লরি চালাতে শুরু করে এক খালাসি। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক ফুচকা বিক্রেতাকে। গুঁড়িয়ে দেয় একটি দোকানঘরও। দোকানের পাশে বসে ননদের সঙ্গে গল্প করছিলেন শঙ্করী কর্মকার (৪২) নামে স্থানীয় এক মহিলা। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। আহত হয়েছেন আরও তিন জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কালনার কৃষ্ণদেরপুর এলাকায় এসটিকেকে রোডের পাশে লরিটিকে ধোয়ামোছা করছিলেন কয়েকজন খালাসি। তাদের মধ্যেই রাজু রাজবংশী নামে একজন মদ্য পান করে আচমকা লরিটি চালাতে শুরু করে। |
তিনশো ফুট মতো যাওয়ার পরেই স্থানীয় এক ফুচকা বিক্রেতাকে লরিটি ধাক্কা মারে। ফুচকার গাড়ি নিয়েই ছিটকে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একটু দূরেই ছিল শঙ্কর কুণ্ডু নামে এক ব্যক্তির সারের দোকান। লরিটি ওই দোকানেও ধাক্কা মারে। দোকানের বারান্দায় তখন গল্প করছিলেন শঙ্করী দেবী ও তাঁর ননদ লক্ষ্মী কর্মকার। দু’জনেই আহত হন। আহতদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান শঙ্করীদেবী। পরে পুলিশ নবদ্বীপ থেকে ক্রেন এনে লরিটিকে সরায়। পুলিশ জানিয়েছে, ওই লরির মালিক মাধব মাঝিকে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণদেবপুরেরই বাসিন্দা তিনি। |