কংগ্রেসের প্রার্থীদের ‘হুমকি’ নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের পুরসভা প্রচার কমিটির আহ্বায়ক কাশীনাথ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, কাউকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে আবার বাড়িতে গিয়ে বলা হচ্ছে প্রচার বন্ধ না করলে বিপদ হবে। নির্বাচন কমিশনকেও ঘটনাগুলির কথা জানিয়েছেন তাঁরা। তাঁর অভিযোগ, শহরের ৯, ১০, ২০ ও ৩০ নম্বর ওয়ার্ডে প্রতিদিনই কংগ্রেস প্রার্থীদের টাঙানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হচ্ছে। তাঁদের দেয়াল লিখনের উপর নতুন করে তৃণমূলের প্রার্থীর নামে দেওয়াল লেখা হচ্ছে। এছাড়া পাঁচ কংগ্রেস প্রার্থী ও তাঁদের অনুগামীরা তৃণমূলের লোকেদের হাতে প্রহৃত হয়েছেন বলেও তাঁর দাবি। তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের পর্যবেক্ষক অলোক দাস বলেন, “গণতান্ত্রিক পরিবেশে পুর-নির্বাচন হচ্ছে। মানুষ প্রতিটি ওয়ার্ডে তৃণমূলকে জেতাতে বদ্ধপরিকর। সেটা বুঝেই কিছু লোক নানা মিথ্যা অভিযোগ পাঠাচ্ছে নির্বাচন কমিশনের কাছে।”
|