মোদী ও আডবাণীর যুগলবন্দি চায় সঙ্ঘ
রেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপিতে নেতৃত্বের সঙ্কট কাটাতে পেরেছে সঙ্ঘ। বিভাজনের চোরাস্রোত কাটাতে এ বার লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদীকে এক মঞ্চে হাজির করতে চাইছে তারা। ২৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি কর্মীদের সম্মেলন হওয়ার কথা। সেখানেই দুই নেতা এক মঞ্চে হাজির হবেন বলে আজ ঘোষণা করেছেন দলের সভাপতি রাজনাথ সিংহ।
বিজেপিতে আগেও অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর মধ্যে মতপার্থক্য হয়েছে। কিন্তু এ ভাবে বিজেপি নেতৃত্বকে ঐক্যের ছবি তুলে ধরতে হয়নি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আডবাণী-সুষমা স্বরাজের মতই এত তাড়াতাড়ি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁর রাজ্যেই মোদী-আডবাণী-সুষমাকে এক মঞ্চে হাজির করতে পারলে গোটা দলকে ঐক্যবদ্ধ করতে সুবিধা হবে। তাই সঙ্ঘই চালিকাশক্তি হিসেবে এই চেষ্টা শুরু করেছে।
সেই চেষ্টার অঙ্গ হিসেবেই আজ লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন সুষমা স্বরাজ, অনন্ত কুমাররা। গিয়েছেন রবিশঙ্কর প্রসাদও। বৈঠক সেরে বেরিয়ে সুষমা বলেছেন, “কেউ অসন্তুষ্ট নন।” মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলে প্রচার কমিটির চেয়ারম্যান কে হবেন, তা নিয়েও চিন্তাভাবনা চলছে। দলের একাংশের মত, মোদীর নাম ঘোষণা নিয়ে সুষমার প্রাথমিক ভাবে ক্ষোভ ছিল। তাই তাঁকেই প্রচার কমিটির দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে অন্য একটি অংশের মতে, সুষমাকে দায়িত্ব দেওয়া হলে অরুণ জেটলির আপত্তি থাকতে পারে। এই বিষয়ে রাজনাথের সঙ্গে মোদীর আলোচনা চলছে।
লক্ষ্য সমর্থকরা। আমদাবাদে শনিবার। ছবি: পিটিআই
লোকসভা ভোটের পরে জোট গঠনের সম্ভাবনা নিয়েও ভাবছেন বিজেপি নেতৃত্ব। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলেও একা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় লোকসভার ২৭২টি আসন পাওয়া যাবে বলে আশা করছেন না তাঁরা। এই কারণেই আডবাণীরা নীতীশ কুমারদের সঙ্গে রাখতে চাইছিলেন। নীতীশ কুমার আজ মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করাকে ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’ বলে আখ্যা দিয়েছেন।তাঁর বক্তব্য, যিনি বিভাজনের নীতি নিয়ে চলেন, তাঁর পক্ষে কখনই দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।
আজও রাজনাথ সরকার গড়ার ক্ষেত্রে এনডিএ শরিক ও বন্ধুদের সঙ্গে হাত মেলানোর কথা বলেছেন। কিন্তু মোদীকে সামনে রাখলে নীতীশ, নবীন পট্টনায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়দের এনডিএ-তে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে বলে মনে করতেন আডবাণী। সেই তত্ত্বকে খারিজ করা যাচ্ছে না।
আবার কংগ্রেস নেতারা মোদীর কট্টর হিন্দু ভাবমূর্তি নিয়ে খোঁচা দিতে শুরু করে দিয়েছেন। দিগ্বিজয় সিংহের মন্তব্য, “বিজেপি আরএসএস ও রামদেবের চাপের মুখে মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে। আরএসএসকে কি এখনও সাংস্কৃতিক সংগঠন বলা যাবে?”
এই পরিস্থিতিতে সঙ্ঘ নেতৃত্ব চেষ্টা করছেন, আডবাণীকে বুঝিয়ে সঙ্গে নেওয়ার। আডবাণী নিজেকে মোদী-বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন। এক সময়ে অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী-দু’টি মুখকেই ব্যবহার করেছিল বিজেপি। এক জন উদার, অন্য জন কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। এখন একই ভাবে আডবাণী ও মোদীর দু’টি মুখকেই ব্যবহার করতে চান বিজেপি ও সঙ্ঘ নেতৃত্ব।
কংগ্রেস নেতাদের কটাক্ষের জবাবে বিজেপি পাল্টা চাপ দিয়ে কংগ্রেসকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার কথা বলছে। বেঙ্কাইয়া নায়ডুর বক্তব্য, ‘‘আমাদের নেতৃত্বের সঙ্কট তো মিটে গিয়েছে। এ বার কংগ্রেস ঘোষণা করুক।”
কাল রেওয়াড়িতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর প্রথম জনসভা। অবসরপ্রাপ্ত ফৌজিরা এই সভার আয়োজন করেছেন। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহরও সেই সভায় আসার সম্ভাবনা রয়েছে। সেখানে মোদী কী ভাবে নিজেকে মেলে ধরেন, সেটাই এখন দেখার।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.