অবশেষে শনিবার বাংলাদেশে নিজের পরিবারের কাছে ফিরল এগারো বছরের আফরোজা খাতুন।
প্রায় চার বছর ধরে এ দেশের হোমে ছিল সে। বৈধ কাগজপত্র ছাড়া ২০০৯-এ মা মনোয়ারা
বেগমের সঙ্গে এ দেশে আসার পরই সে মাকে হারায়। সম্প্রতি রাজ্য স্বরাষ্ট্র দফতরের
(বৈদেশিক সংক্রান্ত শাখা) অনুমতি পেয়ে শনিবার সকালে বিএসএফ-এর এডিজি (পূর্বাঞ্চল)
বংশীধর শর্মা তাকে নিয়ে বাংলাদেশ রওনা হন। বাংলাদেশে পৌঁছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ
(বিজিবি)-র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে আফরোজাকে
তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আফরোজাকে তাদের নিজস্ব স্কুলে পড়াশোনার সুযোগ
দেওয়ার আশ্বাস দিয়েছে বিজিবি। ছবি: সুদীপ্ত ভৌমিক।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.