টুকরো খবর
জেলায় ফ্রন্টের অবস্থান কর্মসূচি
কলেজ মোড়ে অবস্থান বামেদের। —নিজস্ব চিত্র।
নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ-সহ একাধিক দাবিতে শুক্রবার জেলা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করে বামফ্রন্ট। মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল-সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি হয়। মেদিনীপুর শহরের কলেজ মোড়ে ফ্রন্টের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের পথে নামার ডাক দেন দীপকবাবু। তিনি বলেন, “কেন্দ্র-রাজ্য সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। এজন্য আমাদের সকলকে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হতে হবে।” সন্তোষবাবুর কথায়, “আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, নীতির বিরুদ্ধে।” শুক্রবার জেলার প্রায় ৩০টি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে বামফ্রন্টের পক্ষ থেকে জানা গিয়েছে।

শিক্ষক আত্মহত্যার জের, গ্রেফতার এক
চন্দ্রকোনার ভৈরবপুর রামগতি হাইস্কুলের শিক্ষক প্রতাপ ঘোষের আত্মহত্যার ঘটনায় শিশির মণ্ডল নামে এক অভিযুক্তকে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনার কালিকাপুর বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার ঘাটাল আদালতে হাজির করানো হয়। গত ২৭ অগস্ট সকালে চন্দ্রকোনা থানার জামগেড়িয়া গ্রামে নিজের বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় প্রতাপবাবুর দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। সেখানে স্থানীয় তৃণমূলের কর্মী সংগঠনের স্থানীয় নেতা শিশির মণ্ডলের নাম ছিল।

পুরনো খবর:

দেবযানীর পুলিশি হেফাজতের নির্দেশ
সারদা-র অন্যতম ডিরেক্টর দেবয়ানী মুখোপাধ্যায়কে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল কাঁথি আদালত। শুক্রবার আলিপুর জেল থেকে কাঁথি আদালতের এসিজেএম কুমকুম চট্টোপাধ্যায়ের এজলাসে তোলা হয় কাঁথি, এগরা ও খেজুরির মোট সাতটি মামলায় অভিযুক্ত দেবযানীকে। সরকারি আইনজীবী তাঁকে পুলিশি হেফাজতে চাইলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

আলোচনা সভা
ছাত্রছাত্রীদের মূল্যবোধ বিকাশে বাব-মায়ের ভূমিকা নিয়ে কাঁথি নতুন চক্রের ধমর্দাসবাড় প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা হয়। শুক্রবার কাঁথি রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় সেখানে বক্তব্য রাখেন স্বামী শিবজ্ঞানানন্দজী ও স্বামী জ্ঞানার্তিতানন্দজী মহারাজ, অবর বিদ্যালয় পরিদর্শক অনুরূপ মান্না, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মাইতি প্রমুখ। সভায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী অভিভাবকরা ছিলেন।

ছাত্রীর মৃত্যুর তদন্তে সিআইডি
এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সিআইডি-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়না কন্যা বিদ্যামন্দিরের হস্টেলে নবম শ্রেণির ছাত্রী শান্তশ্রী মণ্ডলের গলায় ফাঁস দেওয়া দেহ পাওয়া যায়। স্কুল-কর্তৃপক্ষ ওই ছাত্রীর বাবা-মাকে জানান, তাঁদের মেয়ে অসুস্থ। অভিভাবকেরা দেখেন, মেয়ে ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। স্কুল-কর্তৃপক্ষ জানান, ছাত্রীটি আত্মহত্যা করেছে। বাবা-মা তা মানতে না-পেরে ময়না থানায় খুনের অভিযোগ করেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রীর মৃত্যুর এই ঘটনা আরও গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত ছিল পুলিশের।

পুরনো খবর:

যাত্রী কমিটির দাবি
যাত্রী সংগঠনের সঙ্গে আলোচনার আগে বাস ভাড়া বৃদ্ধি না- করা সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলা পরিবহণ দফতরে ডেপুটেশন দিয়েছে সারা বাংলা পরিবহণ যাত্রী কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। স্মারকলিপি জমা দেওয়া হয়।

বাদামের সহায়ক মূল্য

সহায়ক মূল্যে বাদাম কেনার দাবিতে আন্দোলনে নেমেছে বামপন্থী কৃষক সংগঠন।
শুক্রবার সংগঠনের তরফে এগরা ২ ব্লক আধিকারিকের সামনে অবস্থান
বিক্ষোভ করে ডেপুটেশন জমা দেয় তারা। ছবি: কৌশিক মিশ্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.