|
|
|
|
হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ময়নায় |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুলের হস্টেল থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল নবম শ্রেনির এক ছাত্রীর দেহ। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের ময়নার বলাইপন্ডা এলাকায় বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ঘটনা । শান্তশ্রী মণ্ডল (১৪) নামে ওই ছাত্রীর বাড়ি ভূপতিনগরের মাকলাসিতে। বুধবার সকালে হস্টেলের চার তলার সিঁড়ির ল্যান্ডিংয়ে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় কয়েকজন সহপাঠী। স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে ময়না থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, ময়নার ওই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়ত শান্তশ্রী। প্রথম থেকেই হস্টেলে থাকত সে। মেধাবী শান্তশ্রী বরাবরই ক্লাসে প্রথম হত। আগ্রহ ছিল ছবি আঁকা ও গান শেখায়। ওই বালিকা বিদ্যালয়ে ছাত্রী আবাসে ৫০০ জন ছাত্রী থাকে। চারতলার একটি ঘরে অন্য তিন ছাত্রীর সঙ্গে থাকত শান্তশ্রী। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়ার পর বেশ খানিক্ষণ পড়াশোনা করে সে। রাত ১২টা নাগাদ ঘুমোতে যায়। স্কুলের প্রধান শিক্ষিকা দীপালি সামন্ত বলেন, “ভোর পৌনে ৫টা নাগাদ অন্য সহপাঠীরা শান্তশ্রীকে খুঁজতে গিয়ে দেখে সিঁড়ির কাছে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ওর দেহটি ঝুলছে। ওর বাবা-মাকে ফোনে জানাই। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা। তবে প্রধান শিক্ষিকা বলেন, “শান্তশ্রীর মধ্যে অস্বাভাবিক কোনও আচরণ চোখে পড়েনি।” তিনি জানান, মঙ্গলবার চারতলা ছাত্রী আবাসের ওই তলার দ্বায়িত্বপ্রাপ্ত সুপারের পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়ি যান। অন্যজন দ্বায়িত্বে ছিলেন। শান্তশ্রীর বাবা ধূর্জটিপ্রসাদ মণ্ডল ভগবানপুরের নাজিরবাজার হরেন্দ্রনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক, মা শিবানী মণ্ডল খেজুরির দেউলপোতা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবরে সকালেই তাঁরা স্কুলে আসেন। ধূর্জটিপ্রসাদবাবু বলেন, “হস্টেলে থাকা নিয়ে মেয়ের অনীহা ছিল। আমি বুঝিয়ে দিন দশেক আগে রেখে আসি। কিন্তু তার পর যে এ রকম ঘটবে ভাবিনি।” তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, “প্রাথমিক অনুমান ওই ছাত্রী আত্মহত্যা করেছে।” |
|
|
|
|
|