এশিয়া কাপে রুপো জিতলেও ২০১৪ হকি বিশ্বকাপে ভারত নিয়ে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না টিমের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যানস। দক্ষিণ কোরিয়ার কাছে এশিয়া কাপ ফাইনালে হারলেও আগামী বছর নেদারল্যান্ডস বিশ্বকাপে ভারতের টিকিট প্রায় নিশ্চিত। তার জন্য অবশ্য নভেম্বরে ওশেনিয়া কাপে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মধ্যে কাউকে চ্যাম্পিয়ন হতে হবে। অল্টম্যানস অবশ্য বলছেন, “সাধারণত এই দু’টো দলই জেতে। সামোয়া বা পাপুয়া নিউ গিনির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশ কম। সেটা মাথায় রেখেই আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছি ভেবে ভাল লাগছে।”
পাশাপাশি তাঁর সতর্কবাণী, “তবে এখনও অনেক কাজ বাকি। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়তে হবে। বেলজিয়ামকেই দেখুন। কী দ্রুত উন্নতি করে ফেলেছে! জার্মানি, অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডসের মতো টিমকেও এখন হারিয়ে দিচ্ছে ওরা। আমার মনে হয় আমাদের এই জায়গায় পৌঁছতে এখনও বছর দু’য়েক সময় লাগবে।” সঙ্গে যোগ করেছেন, “তাই ২০১৪ বিশ্বকাপে না হলেও ২০১৬ রিও অলিম্পিকে আমরা শক্তিশালী দল হয়ে ওঠার আশা রাখছি। তার জন্য এশিয়া কাপের ফাইনালের মতো আরও কঠিন ম্যাচ খেলতে হবে।”
মাইকেল নবসকে ভারতের হকি কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পরে এশিয়া কাপে অল্টম্যানসকেই অস্থায়ী ভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা থেকে ডাচ কোচ বলে দেন, “এশিয়া কাপের দলটা খুবই তরুণ আর অনভিজ্ঞ ছিল। তবে চাপের মুখে দারুণ লড়াই করে দেখিয়েছে। দলটা কত উন্নতি করেছে সেটা নিশ্চয়ই সবার চোখে পড়েছে। দলগত প্রচেষ্টাই সাফল্য আনতে পারে।”
জাতীয় দলে আসার জন্য প্লেয়ারদের এখন যে রকম লড়তে হচ্ছে, তাতেও বেশ খুশি ডাচ কোচ। “দলে আসতে লড়াই করার ব্যাপার থেকেই পরিষ্কার যে, ভারতীয় হকি এগোচ্ছে,” বলেন তিনি। আপাতত দু’সপ্তাহের জন্য নেদারল্যান্ডসে ছুটি কাটাতে যাওয়ার আগে অল্টম্যানস আরও জানিয়ে দেন, নবসের জায়গায় ভারতীয় দলের জন্য নতুন কোচের খোঁজ চলছে।
|