বাগানকে সময়সীমা
মহমেডানকে শো-কজ ফেডারেশনের
লতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই স্নেহাশিস চক্রবর্তী, অরিন্দম ভট্টাচার্যদের বকেয়া বেতন দিয়ে দেওয়ার নির্দেশ দিল ফেডারেশন। শুক্রবার এআইএফএফ-এর প্লেয়ার্স স্টেটাস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। একই নির্দেশ পেয়েছেন সভায় হাজির চার্চিল ব্রাদার্সের প্রতিনিধি। মোহনবাগানের তরফে এই বৈঠকে হাজির ছিলেন প্রিন্স রুফাস। একই সঙ্গে মেহরাজউদ্দিন ইস্যুতে মহমেডানকে শো-কজ করল ফেডারেশন।
৩১ ডিসেম্বরের মধ্যেই গত মরসুমের ফুটবলারদের বকেয়া মেটানো সম্ভব কি না, তা নিয়ে কিছু বলতে চাননি বাগান কর্তারা। সচিব অঞ্জন মিত্র বলেন, “আমরা কখনওই বলিনি বকেয়া মেটাব না। কো-স্পনসর তাদের প্রতিশ্রুতি মতো অর্থ না দেওয়ায় এই সঙ্কট হয়েছে। ফেডারেশনও একই সঙ্কটের মুখোমুখি ওই কো-স্পনসরের সঙ্গে চুক্তি করায়।” মোহনবাগান সচিব আরও বলেন, “হাতে টাকা পেলেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যেই হবে কি না, এখনই জোর দিয়ে বলতে পারছি না। চেষ্টা করব। না হলে ফেডারেশনের কাছ থেকে আরও সময় চাইতে হবে।”
অন্য দিকে, মেহরাজউদ্দিন ইসুত্যে মহমেডান যে শর্তভঙ্গের অভিযোগ এনেছিল, তাতে সন্তুষ্ট নয় স্টেটাস কমিটি। কমিটির বক্তব্য, অভিযোগের স্বপক্ষে কাগজপত্র জমা দেননি মহমেডান কর্তারা। তাই শো-কজ করা হয়েছে ক্লাবকে। ক্লাব কর্তা কামারউদ্দিন অবশ্য বললেন, “মেহরাজের সঙ্গে আমাদের চুক্তির কাগজপত্র দেখতে চেয়েছে ফেডারেশন। আমরা দ্রুতই তা পাঠিয়ে দিচ্ছি।”
কেপি সানির নেতৃত্বে এ দিন ফেডারেশনের এই কমিটি জোভেল মার্টিন্স ইস্যুতে আগামী সাত দিনের মধ্যে পুণে এফসি এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিস্তারিত বক্তব্য জানতে চেয়েছে। তাদের জবাব পাওয়ার পরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.