টুকরো খবর
কলকাতা লিগ শেষ হয়তো ডিসেম্বরেই
ডিসেম্বরের মধ্যেই কলকাতা লিগ শেষ করার প্রতিশ্রুতি দিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। এ দিন তিনি বললেন, “প্রাকৃতিক দুর্যোগ না হলে ডিসেম্বরের মধ্যেই লিগ শেষ করে দেব।” এ দিন অবশ্য লিগের যা সূচি দেওয়া হয়, তাতে ৬৬টি ম্যাচের মধ্যে মাত্র ২৮টির তারিখ ঠিক হয়েছে। বাকি ৩৮টি ম্যাচ কোথায়, কবে, কী ভাবে হবে, তা এখনও ধোঁয়াশায়। যদিও সচিবের দাবি, “পুরো নকশা তৈরি। তিন ধাপে সূচি প্রকাশ করব। কিছু রিপ্লে ম্যাচ ও ইস্টবেঙ্গলের এএফসি কাপের খেলা আছে। সব ম্যাচের তারিখ নিয়ে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি। মহমেডান বনাম ইউনাইটেড স্পোর্টস খেলা ২৫ সেপ্টেম্বর। এ দিকে ম্যাচ সম্প্রচারের সময় এগোনো নিয়ে স্পনসর-আইএফএ আলোচনায় ঠিক হয়, যুবভারতী ও বারাসত স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা থাকায় খেলা চারটে থেকে হলেও, ময়দান কিংবা কল্যাণীতে দুপুর দু’টোয় ম্যাচ শুরু করা হবে।

৩-০ জিতলেন উন্মুক্তরা
ছবি টুইটারের।
শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ পাল্টা লড়াই করলেও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ জিতে গেল ভারত ‘এ’। নিউজিল্যান্ডের ২৯০-৯ তাড়া করতে নেমে একটা সময়ে ৭৯-৪ হয়ে যায় ভারত। কিন্তু অশোক মেনারিয়া (৬৯) এবং কেদার যাদবের (৫৭) ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত দু’উইকেটে জিতে যায় ভারত। তিন ওভারে হাতে তিন উইকেট, দরকার ২৫ এই অবস্থায় মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন মনদীপ সিংহ (৩৭ ন:আ:)।

ডুরান্ডে আজ জিততেই হবে পেনদের
শনিবার ডুরান্ডে কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ মহমেডানের। দু’দলই এই মুহূর্তে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ তে। গোল গড়ে অবশ্য এগিয়ে রয়েছে কালীঘাট এমএস। তাই সেমিফাইনালে যেতে হলে শনিবার জিততেই হবে মহমেডানকে। আর ড্র করলেই ডুরান্ড সেমিফাইনালে উঠে যাবে কালীঘাট এমএস। এ দিকে, কলকাতা লিগে মহমেডানকে ১-১ রুখে দেওয়ার পর ডুরান্ডেও কলকাতার আর এক দল ভবানীপুর আটকে দিল ইন্ডিয়ান নেভিকে। অন্য দিকে, ওএনজিসি পুণে এফসিকে ২-১ হারিয়ে গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়ে চলে গেল ডুরান্ড সেমিফাইনালে।

পুরনো খবর:
সৌরভদের কমিটির প্রথম বৈঠক আজ
সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে কমিটিতে নতুন এনেছে সিএবি, সেই কোচিং কমিটির প্রথম বৈঠক বসতে চলেছে আজ, শনিবার। মূলত, বাংলা ক্রিকেটের উন্নতি নিয়ে কথা হবে বৈঠকে। এ দিকে, স্থানীয় চ্যালেঞ্জার ট্রফি নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে বৃষ্টির কারণে। যা পরিস্থিতি তাতে হয়তো টুর্নামেন্ট হবে না।

ভারতে আসছেন ব্রায়ান লারাও

শুক্রবার লারা ও ডোয়েন ব্র্যাভোর সঙ্গে
নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন ক্রিস গেইল।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো টিমের সঙ্গে ভারতে আসবেন ব্রায়ান লারাও। টিমের ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান। তবু দ্বৈত ভূমিকায় দেখা যাবে লারাকে। নিজের দেশের পর্যটন বিভাগের অ্যাম্বাস্যাডরের পাশাপাশি দীনেশ রামদিনদের মেন্টরের কাজও করবেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.