টুকরো খবর |
মেহরাজ, অরিন্দমদের নিয়ে আজ বৈঠক প্লেয়ার্স স্টেটাস কমিটির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মোহনবাগান গত মরসুমে পারিশ্রমিক বকেয়া থাকা স্নেহাশিস চক্রবর্তী, অরিন্দম ভট্টাচার্যদের ব্যাপারে শুক্রবার বৈঠকে বসতে চলেছে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি। বৈঠকে আলোচনা হবে চার্চিল ব্রাদার্সে পারিশ্রমিক বকেয়া থাকা ফুটবলারদের নিয়েও। শুধু তাই নয়, মহমেডানের চুক্তিপত্রে সই করেও অনুশীলনে গরহাজির মেহরাজউদ্দিন ফের আইএমজি-রিলায়্যান্স প্রস্তাবিত ফুটবলের আইপিএল-এ সই করায় যে বিতর্ক চলছে শুক্রবারের আলোচনায় উঠবে সে ব্যাপারও। পাশাপাশি, গোয়ার স্পোর্টিং ক্লুব দ্য গোয়া থেকে চার লক্ষ টাকা অগ্রিম নিয়ে পুণে এফসি-র সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করা জোভেল মার্টিনের বিষয় নিয়েও সাত সদস্যের কমিটির বৈঠক সরগরম হতে পারে বলে খবর ফেডারেশন সূত্রে।
|
ডুরান্ডে জোড়া গোল টোলগের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কলকাতা লিগের ম্যাচ খেলার চব্বিশ ঘণ্টার মধ্যেই ডুরান্ড কাপ খেলতে নেমে পড়লেন টোলগে-পেনরা। পর পর দু’দিন ম্যাচ খেলার ক্লান্তি তো ছিলই। তার পর বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছেই দুপুরে ম্যাচ খেলতে নামতে হয়েছে আজিজের দলকে। তবু আর্মি গ্রিনকে ৪-২ হারাল মহমেডান। এ দিনও শুরু করেছিলেন টোলগে-পেন জুটি। বুধবার গোল করতে ব্যর্থ হলেও আর্মি গ্রিনের বিরুদ্ধে জোড়া গোল করলেন টোলগে। আজিজের দলের বাকি গোলদাতা কলিন আব্রাঞ্চেস ও পেন। এ বার ডুরান্ড কাপে ভাইচুংয়ের দল সিকিম ইউনাইটেডও অংশ নিয়েছে। এ দিন ভাইচুংয়ের সিকিম ইউনাইটেডও ৩-১-এ হারাল অসম রেজিমেন্ট সেন্টারকে।
|
ফুটবলে শেষ আটে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কোচবিহারের তুফানগঞ্জে অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ফুটবলে শিলিগুড়িকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবলে বিদ্যাসাগর স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে হারিয়েছে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাবকে। গোল করেন শঙ্কর মণ্ডল ও অসীম হাঁসদা। সুপার ডিভিশনে ফুটবলে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৩-১ গোলে হারিয়েছে শিবাজি সঙ্ঘকে। কল্যাণের হয়ে গোল করেন প্রশান্ত দলুই, সেখ সরফরাজ, আত্মঘাতী গোল করেন অলোক বাস্কে। শিবাজির হয়ে ব্যবধান কমান কাল্টু হেমব্রম।
|
ধোনির প্রথম প্রেম |
নিজের প্রথম প্রেমকে বৃহস্পতিবার নিজের হাতেই টুকরো টুকরো করে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি! ভারত অধিনায়ক এরপর নামেন ‘প্রেমিকা’র নানা টুকরো জোড়া দেয়ার চেষ্টায়। আর প্রায় পাঁচ ঘণ্টা কসরতের শেষে স্বীকার করে নেন, “কে যে এটা জোড়া লাগাবেন জানি না। তবে খুলতে দারুণ মজা পেলাম।” ধোনির প্রথম প্রেম আসলে তাঁর জীবনের প্রথম মোটরবাইক। যেটা তিনি কিনেছিলেন সাড়ে চার হাজার টাকায়। জীর্ণ, ধুলোমাখা সেই বাইককে এদিন পরিষ্কার করে মেরামত করার চেষ্টায় নেমে ধোনি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে পর পর টুইট করে যান তাঁর কাজের অগ্রগতি এবং ব্যর্থতা। |
|
সব মিলিয়ে ওয়ার্ল্ড সুপারবাইক রেসিংয়ে মাহি রেসিং টিমের মালিক নিজের প্রথম রেস্টোরেশন-এর কাজে নেমে যে বেশ নাজেহাল দশা, সেটা তাঁর টুইট থেকেই পরিষ্কার। পুরনো বাইকের যন্ত্রাংশের কিছুটা পরিষ্কার করার পর ক্লান্ত ধোনির এ দিনের শেষ টুইট“অবশেষে পরিষ্কার হল, আজকের মতো কাজ শেষ।”
|
নাদালের সাফল্যের ‘চিনা রহস্য’ |
মাছের নাম ‘চিলিয়ান সি বাস’। সঙ্গে ফ্রায়েড রাইস আর নুডলস। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ওপেন চলাকালীন প্রায় প্রতি রাতে ম্যানহ্যাটানের এক নির্দিষ্ট চিনা রেস্তোরাঁয় বসে এই তিন পদ দিয়ে ডিনার সারতেন সাতাশের এক স্পেনীয়। এমনকী, গত সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার সেটের যুদ্ধে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে হারানোর আগের রাতেও তাঁর নৈশভোজের মেনু এবং ভেনু দু’টোই এক ছিল। এমনই কুসংস্কার রাফায়েল নাদালের! ফ্লাশিং মেডোয় স্প্যানিশ তারকার এ বরের অবিশ্বাস্য ফর্মের পিছনের এই ‘চিনা রহস্য’ ভেদ করেছে নিউ ইয়র্কের একটি কাগজ। তারা জানিয়েছে, রাতের ম্যাচগুলো বাদে প্রতি দিনই ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন রাফা। ট্রফি জেতার পরও বান্ধবী সিসকা পেরেলো, পরিবার আর বন্ধুদের সবাইকে নিয়ে সেখানেই বিজয়োৎসব পালন করেন। বলাই বাহুল্য, মহানায়কের জন্য নিয়ম ভেঙে গভীর রাত পর্যন্ত দরজা খোলা রেখেছিলেন রেস্তোরাঁ-মালিক।
|
ক্রিকেট ছাপিয়ে |
ভারতের প্রিয়তম ব্র্যান্ড-এর নাম কী? সহজ প্রশ্নের সহজ জবাবসচিন তেন্ডুলকর। দু’দশকেরও বেশি সময় ধরে যে ব্র্যান্ড ভারতীয়দের সব থেকে কাঙ্খিত। কিন্তু কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও কি ব্র্যান্ড হিসাবে একই রকম চাহিদা সচিনের? বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই। কারণ দু’শো টেস্টের দুরন্ত মাইলস্টোনের সামনে দাঁড়ানো ক্রিকেট কিংবদন্তির ব্র্যান্ড আবেদন ক্রিকেট ছাপিয়ে ভারতীয় জনমানসের অনেক গভীরে ঢুকে গিয়েছে। ২০০৬ থেকে সচিনের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড স্পোর্টস গোষ্ঠীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হরিশ কৃষ্ণমাচারির কথায়, “সচিনের আবেদন ওর অবসরের পরেও এতটুকু কমবে না। বরং অবসরের পরেও ব্র্যান্ড সচিন-এর সম্ভাবনা দারুণ।” তবে আপাতত লিটল মাস্টারের দু’শোতম টেস্ট ঘিরেই উৎসবের পরিকল্পনা সাজাচ্ছেন তাঁরা।
|
বিদ্যুতের থেকেও দ্রুত |
বইয়ের নাম ‘ফাস্টার দ্যান লাইটনিং’, বিদ্যুতের থেকেও দ্রুত। লেখক বইটাকে বর্ণনা করেছেন এই ভাবে- “আমার জীবন। আমার অভিযান। আমার লড়াইগুলো। আমার জয়। আমার আত্মজীবনী।” সর্বকালের অন্যতম সেরাদের দলে নাম লিখিয়ে ফেলার পর, এ বার জামাইকার ছোট্ট পাড়া থেকে উঠে এসে বিশ্ব অ্যাথলেটিক্সের ট্র্যাক শাসনের রূপকথা শোনাতে নিজেই কলম ধরেছেন বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্ট। এ দিনই প্রকাশিত হয়েছে বোল্টের আত্মজীবনী ‘ফাস্টার দ্যান লাইটনিং’। মেগা শো-ম্যান বোল্টের জীবন এমনিতে বহু চর্চিত। তবু এই বই তাঁকে আবার নতুন করে চেনাবে, এমনটাই দাবি করেছেন তিনি। এখন দেখার বইয়ের বিক্রিও বিদ্যুতের থেকে দ্রুত হয় কি না!
|
সাঁতার প্রতিযোগিতা |
ইউথ হস্টেলস অ্যাসোসিয়েশন শ্যামবাজার শাখার বয়স ভিত্তিক সাঁতার হল গত শনিবার, হেদুয়ায় সেন্ট্রাল সুইমিং ক্লাবে। ৫০ মিটার ফ্রিস্টাইলে নজর কাড়ল মৈত্রেয় চট্টোপাধ্যায়, অভিরূপ গঙ্গোপাধ্যায়, জয়ন্ত জানা, সোহম চৌধুরীরা। কথাসাহিত্যিক বিমল করের জন্মদিনে এ বারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেড়শোর উপর প্রতিযোগী।
|
দাবা প্রশিক্ষণ |
হাবড়ার প্রফুল্লনগর নার্সারি স্কুলে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বয়স ভিত্তিক দাবা প্রশিক্ষণ শিবির। হাবড়া দাবা অ্যাকাডেমির এই উদ্যোগে প্রধান প্রশিক্ষকের ভূমিকায় থাকছেন উত্তম সাহা।
|
ফুটবল ট্রায়ালে |
ভেটারেন্স ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব-৯ থেকে ১১ ও অনূর্ধ্ব ১১ থেকে ১৩ ফুটবল ট্রায়াল হবে ১৪-১৫ সেপ্টেম্বর ক্লাবের মাঠে, সকাল ৯ থেকে।
|
মহিলা ফুটবল |
অনূর্ধ্ব-১৭ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুজাতা কর। গোলকিপার কোচ কৌশিক পাল। ওড়িশায় ১০-৩০ নভেম্বর হবে এই প্রতিযোগিতা। |
|