প্রথম ম্যাচে জোড়া গোল করলেও শনিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচে দলে নেই সাবিথ। মঙ্গলবার রেলওয়ে এফসি ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের বিরুদ্ধে মালয়ালি স্ট্রাইকারকে দলে রাখছেন না সবুজ-মেরুন কোচ করিম বেঞ্চারিফা। চোট পেয়ে জর্জের বিরুদ্ধে বাগান ডিফেন্সে নেই আইবরও। তাঁর চোট হ্যামস্ট্রিংয়ে। করিম বলছেন, “দু’জনের চোটই গুরুতর নয়। তবে সামনেই আই লিগ। তাই ঝুঁকি নিচ্ছি না।”
সাবিথের বদলে অ্যান্টনি পেরেরা এবং আইবরের বদলে লেফট ব্যাকে নবাগত বেঙ্কককে খেলানো হতে পারে। শনিবার সবুজ-মেরুন জার্সিতে এ মরসুমে প্রথম বার নামতে চলেছেন বাগান রক্ষণের স্তম্ভ ইচে। স্টপারে তাঁর সঙ্গী হবেন কিংশুক দেবনাথ। দ্বিতীয়ার্ধে সদ্য দলে যোগ দেওয়া এরিককে নামিয়ে দেখে নিতে পারেন কোচ। এ দিন অনুশীলন করলেও সন্দীপ নন্দীকে ১৮ জনের দলে রাখা হয়নি।
প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ প্রাথমিক পর্বে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে মূলপর্বে উঠে এসেছে। তাদের বিরুদ্ধে ম্যাচের আগে করিমের চিন্তা বারাসতের কৃত্রিম মাঠ। বলছেন, “কৃত্রিম মাঠে বলের বাউন্স ও গতি আন্দাজ করা কঠিন। বারাসতের মাঠে অনুশীলন করিয়ে দেখেছি এখানে ঘাস কিছুটা বড়। তাই বল কিছুটা মন্থর গতিতে এগোয়। ফলে নব্বই মিনিট খেললেও একশো কুড়ি মিনিটের শক্তি খরচ হয়।” জর্জ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য আবার ক্ষুব্ধ লিগ সূচি নিয়ে। বলছেন, “এই ফর্ম্যাট ফুটবলারদের সহায়ক নয়। জরুরি বিশ্রাম পাওয়া যায়নি। তবে আইএফএ যখন ম্যাচ দিয়েছে, নামতেই হবে।”
ম্যাচের আগে লিগের আকর্ষণ বজায় রাখতে বিনোদন অনুষ্ঠানও থাকবে আইএফএ-র তরফে। উপস্থিত থাকবেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। এ দিকে, শনিবারই ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা। বিকেলে সেই সভার আগে সংবর্ধিত হবেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
|
শনিবার কলকাতা লিগে
মোহনবাগান : জর্জ টেলিগ্রাফ
(বারাসত, ৪-০০)।
|