জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম হয়েও রানাঘাটের যুবক আর্ন্তজাতিক পর্যায়ে যোগ দিতে পারছেন না আর্থিক অনটনের জন্য।
আগামী ১৩ অক্টোবর প্যারিসে ২৫ তম বিশ্ব যোগাসন প্রতিযোগিতার আসর বসতে চলেছে। সেখানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন নদিয়ার গাংনাপুরের বাঘাডাঙা গ্রামের বাসিন্দা মোহন কুমার সিংহ। বছর একুশের কলেজ ছাত্র মোহনবাবু অর্থকষ্টকে হেলায় হারিয়ে পড়াশুনার পাশাপাশি সমান্তরালে চালিয়ে যাচ্ছেন যোগাসন। মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের শারীরশিক্ষার ছাত্র মোহন কুমারের জ্ঞান হওয়া ইস্তক যোগাসনের প্রতি ঝোঁক। কিন্তু সংসারের নিত্য অনটন তাঁর বেড়ে ওঠার পথে বাধা। দিন মজুর পরিবারের সন্তান মোহন সিংহের বাড়ি বলতে এক চিলতে ঘর ও এক ফালি উঠোনে প্রতিদিন যোগাসন অভ্যাস করতে পারেন না। নিরুপায় হয়ে পড়শি নান্টু আচার্যের বাড়িতে অনুশীলন সারতে হয় তাঁকে। মোহনবাবুর কোচ মানস মুখোপাধ্যায় বলেন, ‘‘বছর সাতেক ধরে ও আমার কাছে তালিম নিচ্ছে। আসন শেখার ব্যাপারে মোহনের তীব্র আগ্রহ আছে। দু’বেলা দু’মুঠো পুষ্টিকর খাবার পর্যন্ত পায় না সে। তবু মোহন বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু অর্থ সংকুলান না হওয়ায় প্যারিসে অনুষ্ঠিতব্য ওই প্রতিযোগিতায় ওর যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।” অর্থ-চিন্তা রাতের ঘুম কেড়েছে মোহন কুমারের। তিনি বলেন, “চলতি মাসে এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাব। চেয়েচিন্তে যাওয়ার টাকা জোগাড় করেছি। কিন্তু বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় প্যারিসে যেতে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা লাগবে। অত টাকা কোথায় পাব?” |