টুকরো খবর
হাইকোর্টে অভিযোগ
দক্ষিণ দিনাজপুরের বংশীহারি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিএম। পঞ্চায়েতে তাঁদের সংখ্যাগরিষ্ঠ সদস্য থাকার পরেও জোর করে তৃণমূল বোর্ড দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম গোস্বামী। সিপিএম সূত্রের খবর, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গলবেঞ্চে মামলা করা হয়। সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বংশীহারি পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে সিপিএম ৮ টি, তৃণমূল ৬ টি এবং বিজেপি ১টি আসন দখল করে। সিপিএমের অভিযোগ, বোর্ড গঠনের আগে এক সদস্যকে অপহরণ করা হয় এবং আর এক সদস্যকে ভুয়ো মামলায় জড়ানো হয়। সিপিএম নেতা গৌতমবাবুর অভিযোগ, “সোমবার বোর্ড গঠনের দিন পঞ্চায়েত দফতরে ঢুকতে বাধা দেয় তৃণমূল। বিজেপির সমর্থন নিয়ে তৃণমূল বোর্ড দখল করে।” তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “অভিযোগ ঠিক নয়। সিপিএমের এক জন সদস্যের সমর্থনে বোর্ড গঠন করা হয়েছে।”

আন্দোলনে অবসরপ্রাপ্তরা
বকেয়া মেটানোর পাশাপাশি পেনশনে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালুর দাবিতে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। বুধবার ওই দাবিতে এমডি - দফতরের সামনে অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মী সংগঠন এনবিএসটিসি রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায়। সংগঠনের তরফে পেনশনভোগীদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালুর দাবিও তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মী তাদের স্ত্রীর নামে জয়েন্ট পেনশন অ্যাকাউন্ট থাকার কথা। কিন্তু কয়েক বছর আগে আচমকা কর্তৃপক্ষ সমস্ত জয়েন্ট অ্যাকাউন্ট বদলে শুধু কর্মীদের নামে অ্যাকাউন্ট চালু করেছেন। এতে পেনশনভোগীর মৃত্যু হলে পরিবারের সদস্যদের পেনশন পেতে সমস্যা হচ্ছে। এনডি জয়দেব ঠাকুর বলেন, “গত জুলাইয়ের পেনশন দ্রুত মেটানর চেষ্টা হচ্ছে। ১১ মাস ৫০ শতাংশ করে বকেয়া থাকা পেনশন মেটাতে ১২ কোটি টাকা চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হিসাব দাখিল করেছি।”

পুরনো খবর:

খালাসিকে খুন করে গাড়ি-সহ গ্রেফতার
খালাসিকে খুন করার পর লক্ষাধিক টাকার তার বোঝাই ট্রাক ছিনতাই চেষ্টা ভেস্তে দিলেন বাসিন্দারা। বুধবার সকাল ৮টা নাগাদ কলিয়াচক থানার চৌরঙ্গি মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ ট্রাকের ভিতর থেকে খালাসির মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম ইব্রাহিম সরকার (১৮)। অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” নদিয়ার মাজিদিয়ার স্বপন দাসের ট্রাক নিয়ে চালক সফিকুল মন্ডল ও খালাসি ইব্রাহিম সরকার মঙ্গলবার সেখান থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা হন। ট্রাকের চালককে জেরায় পুলিশ জেনেছে, মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে একটি ছোট গাড়িতে ছয় জন দুষ্কৃতী ট্রাকটিকে তাড়া করে ঘিরে ফেলে। ট্রাকে উঠে খালাসিকে গলা টিপে খুন করে কম্বল মুড়ে রেখে দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা তারও হাত-পা বেঁধে কেবিনে ফেলে রাখে বলে চালক দাবি করেন। তদন্তকারীরা জানান, খালাসিকে খুন কেন করা হল না স্পষ্ট নয়। গোটা ঘটনায় চালকের কোনও ভূমিকা রয়েছে কি না তাও পুলিশ কর্তারা খতিয়ে দেখছেন।

বাস বন্ধ হলদিবাড়িতে
বুধবারও কোন বাস চলল না হলদিবাড়িতে। গত মঙ্গলবার বিকাল থেকে বাস কর্মীদের শুরু হওয়া ধর্মঘট বুধবার অব্যাহত থেকেছে। এতে সমস্যায় পড়েন হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি এবং দেওয়ানগঞ্জে যাতায়াতকারী যাত্রীরা। মঙ্গলবার ছোট গাড়ির দুই কর্মীর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন বাস কর্মীরা। বুধবার বাস কর্মীদের দুজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে ম্যাক্সিকার ওনার্স অ্যাসোশিয়েশন। পুলিশ অবশ্য কাউকেই এখনও গ্রেফতার করেনি। মঙ্গলবার দুপুরে বাস ছাড়ার সময় নিয়ে দুই পক্ষের গোলমাল মারপিট অবধি গড়ায়। এক বাসের চালক খালাসি জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দিন বাস এবং ম্যাক্সিকার বন্ধ থাকায় অসুবিধায় পড়েন সাধারন যাত্রীরা। সেই ছোট ট্রাকগুলি বেশি ভাড়া নিয়ে হলদিবাড়ি থেকে দেওয়ানগঞ্জের মধ্যে চলাচল করে বলে অভিযোগ।

মন্ত্রী-খুনের হুমকি
রাজ্যের পযর্টন-মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীকে খুনের হুমকি দিয়ে পোস্টারে মালদহে চাঞ্চল্য দেখা দিল। মঙ্গলবার গোলাপট্টির বাড়ি থেকে প্রাতর্ভ্রমণে বেরিয়েই সামনে দেওয়ালে মন্ত্রীকে গালাগাল করে খুনের হুমকি দিয়ে হাতে লেখা একটি পোস্টার দেখতে পান তাঁর স্ত্রীর কাকলিদেবী। তিনি জেলা পুলিশ সুপারকে জানান। এর পরে পুলিশ সুপারের নির্দেশে ইংরেজ বাজার থানার পুলিশ তড়িঘড়ি বাঁধ রোড থেকে মন্ত্রীকে হুমকি দেওয়া পোস্টার খুলে নিয়েছে। এ ব্যাপারে রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “এই নিয়ে চার খুনের হুমকি দেওয়া হয়েছে। কে পোস্টার সেঁটেছে তা পুলিশ দেখুক। নিরাপত্তা প্রয়োজন কিনা সেটা পুলিশই ঠিক করবে।”

বালুরঘাটে মুকুল রায়
বুধবার ছবি তুলেছেন অমিত মোহান্ত
বালুরঘাট পুরভোটের প্রচারে পাড়ায় ঘুরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বুধবার সকাল ১১টা নাগাদ শহরে তিনি প্রচারে বার হন। মুকুলবাবুর অভিযোগ, “টানা ৩২ বছর বালুরঘাটে আরএসপি ক্ষমতায় থাকলেও বাড়ি বাড়ি জল সরবরাহ করতে পারেনি। বস্তি উন্নয়ন, রাস্তার সম্প্রসারণ-সহ শহরে কর্মস্থানের কাজ করতে পারেনি বামবোর্ড।”

মৃত
পিক আপভ্যানের সঙ্গে বাসের সর্ংঘষে জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মেখলিগঞ্জে বাংলাদেশি মোড় এলাকায়। নাম প্রহ্লাদ অধিকারি (২৭), ফরিজন হক (১৯) প্রহ্লাদের বাড়ি মেখলিগঞ্জের নিজতরফে এবং ফরিজনের বাড়ি কুচলিবাড়িতে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.