রতন চক্রবর্তী • কাঠমান্ডু |
আই এম জি-আর এর প্রস্তাবিত ফুটবল আই পি এলের বিরুদ্ধে ঘুরিয়ে তোপ দেগে দিলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স।
“আমার এই টিমের অন্তত আট জন ফুটবলারের আছে যাদের কোনও ক্লাব নেই। কোনও টুর্নামেন্ট যদি না খেলতে পারে তা হলে দেশের হয়ে খেলবে কী করে? এরপর আমার কাছ থেকে কী প্রত্যাশা করা হবে?” সাফ কাপের ফাইনালে জাতীয় দলের ব্যর্থতার দিনে ক্লাবহীন রহিম নবি, গৌরমাঙ্গী সিংহ, সুব্রত পাল, নির্মল ছেত্রীদের পক্ষে ব্যাটন হাতে নামলেন ডাচ কোচ। “চার জন নতুন লিগে চুক্তিবদ্ধ। তিনজন পৈলান অ্যারোজে ছিল। একজনের টিম আই লিগে খেলছে না। ভারতে ফিরে ফেডারেশনের সঙ্গে কথা বলব।” ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলে দেন কোভারম্যান্স।
ফেডারেশন কর্তাদের মধ্যে সচিব কুশল দাস এ দিন ছিলেন মাঠে। কোভারম্যান্সকে এখন সরানোর প্রশ্ন নেই জানিয়ে তিনি বললেন, “আমি তো আই এম জি আর আর ক্লাবের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলাম। স্পনসররা নবি-সুব্রতদের ব্যাপারটা তুললই না। দেখি এখন ক্লাবগুলো তো বলছে ব্যাপারটা মেটানোর জন্য বসবে। আর ক্লাব রাজি না হলে কী হবে, এ বছর নবিরা বসে থাকবে। সামনের বছর থেকে তো আই এম জি-আর এর নতুন টুর্নামেন্ট আই লিগের আগেই হবে। কোনও সমস্যা হবে না।”
এ দিকে রব বানের জায়গায় কাকে জাতীয় দলের টিডি করে আনা হবে, তা ঠিক করতে টেকনিক্যাল কমিটির সভা ডাকা হচ্ছে এই মাসেই। ফেডারেশন সচিব জানান, “ফিফার সঙ্গেও আমরা কথা বলতে পারি। দেশের কোচও কেউ টিডি হতে পারে। তবে যেই হোক ফিফার প্রো লাইসেন্স থাকতেই হবে।”
সামনের বছর টিম ইন্ডিয়ার কোনও টুর্নামেন্ট খেলার কথা নেই। সে ক্ষেত্রে কোভারম্যান্স কী করবেন? কুশলবাবু বলেন, “উনি এ লাইসেন্স এবং প্রো লাইসেন্সের পরীক্ষক। সেটা করবেন। ঘুরে ঘুরে ফুটবলার দেখবেন। ওকে সরানোর প্রশ্ন নেই। টিম যদি এত ভাল খেলে গোল করতে না পারে তা হলে কোচ কী করবেন?”
|