নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রতীক্ষার অবসান। অবশেষে মাঠে নামছেন ইস্টবেঙ্গল গোলমেশিন চিডি। বৃহস্পতিবার যুবভারতীতে পুলিশ এসির বিরুদ্ধে শুরু থেকেই খেলবেন তিনি। চিডির সঙ্গেই এ মরসুমে প্রথম বার লাল-হলুদ জার্সি গায়ে নামবেন ফালোপার রক্ষণের অন্যতম স্তম্ভ উগা ওপারাও। ২৩ জুলাইয়ের মধ্যে আইএফএ-তে নাম নথিবদ্ধ না হওয়ায় প্রথম ম্যাচ খেলতে পারেননি দু’জনেই। বৃহস্পতিবার তাঁরা মাঠে নামলেও অপর দুই বিদেশি মোগা এবং সুয়োকার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। |
মাঠে নামার ব্যাপারে দুই নাইজিরীয় ফুটবলারই মুখিয়ে। চিডি বলছেন, “এ বারে আমাদের প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা বেশি। যা ভাল খেলতে অনুপ্রাণিত করবে।” বুধবার সকালে যুবভারতীতে অনুশীলন সেরে বাড়ি ফেরার পথে উগাও বলে গেলেন, “ভারতে আসার পর পুলিশের বিরুদ্ধেই প্রথম নামছি। এএফসি কাপের আগে নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা যদিও এ দিন প্রথম দল নিয়ে ঝেড়ে কাশেননি। তবে অনুশীলন দেখে বোঝা গিয়েছে, এএফসি কাপের আগে দলের বেশ কিছু ফুটবলারকে বৃহস্পতিবার দেখে নিতে চাইছেন। এই তালিকায় রয়েছেন অভিষেক দাস, রবার্ট, টুলুঙ্গা, লেনরা। ফুটবলার অদলবদল হতে পারে মাঝমাঠেও। সেক্ষেত্রে লালরিন্দিকা এবং ভাসুমকে দুই প্রান্তে রেখে সুবোধকুমার এবং লোবোকে নিয়েই মাঝমাঠ সাজাতে পারেন ব্রাজিলীয় কোচ। আক্রমণে চিডির সঙ্গী হিসাবে শুরুতে জোয়াকিম আব্রাঞ্চেসকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। লাল-হলুদ কোচ বলছেন, “পুলিশের দলটি আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরাও শুরু থেকেই আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতেই ওদের চেপে ধরব।” |