কূটনীতির ফাঁসে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলা আটকে গেল পাকিস্তানের দল ‘ফয়জলাবাদ উলভ্স’-এর। মিসবা-উল-হক, সইদ আজমলদের টিমকে ভারত সরকার ভিসা দেয়নি বলে শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অবনতির পরিপ্রেক্ষিতে এ দেশের মাটিতে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার সুনিশ্চিত আশ্বাস দেওয়া সম্ভব নয় বলে পাকিস্তান বোর্ডকে জানিয়েছে নয়াদিল্লি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতি চেয়ে পাক বোর্ডের আগাম অনুরোধ সত্ত্বেও ভিসা না-মঞ্জুর নাকি সে কারণেই। পরিস্থিতি যা, তাতে আগামী ১৭ তারিখ থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তানের দলকে ছাড়াই করতে হবে। সূচি অনুযায়ী মিসবা-উল-হকের নেতৃত্বে ফয়জলাবাদের দলের টুর্নামেন্টের প্রথম কোয়ালিফারায় খেলার কথা ছিল মোহালিতে, নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস্-এর বিরুদ্ধে। কিন্তু মিসবারা না আসায় এখন টুর্নামেন্টের সূচি ওলটপালট হতে বাধ্য। এ দিকে, ভারতীয় বোর্ডের একটি সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের দলের পরিবর্তে টুর্নামেন্টে নতুন কোনও দলকে নেওয়া হবে না। পাকিস্তানের কোনও দলের ভিসা না-মঞ্জুর হওয়া অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০০৯-১১, চ্যাম্পিয়ন্স লিগের কোনও সংস্করণেই খেলা হয়নি পাকিস্তানের কোনও দলের। একমাত্র গত বছর টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় নেমেছিল ‘সিয়ালকোট স্ট্যালিয়ন্স’।
|
ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে ফেরার লড়াই ক্রমে কঠিন হয়ে পড়ছে নায়ারণস্বামী শ্রীনিবাসনের জন্য। বোর্ড নির্বাচনের আগে তাঁকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা কাটার কোনও ইঙ্গিত বুধবারও পাওয়া গেল না। এ দিন সুপ্রিম কোর্টে শ্রীনিবাসন বনাম বিহার ক্রিকেট সংস্থার মামলা উঠল না। এমনিতে লিস্টিংয়ে ১৬ নম্বরে থাকার জন্য আগের দিনই আনন্দবাজারে আইনজীবীরা ইঙ্গিত দিয়েছিলেন, মামলা নাও উঠতে পারে। বাস্তবে দেখা গেল সেটাই ঘটেছে। মামলা ওঠার কথা রয়েছে আজ, বৃহস্পতিবার। লিস্টিংয়ে রয়েছে দশ নম্বরে। কিন্তু কোনও কারণে বৃহস্পতিবারও না উঠলে আরও সঙ্কটে পড়ে যাবেন শ্রীনিবাসন। মনে করা হচ্ছে, সে রকম হলে মামলা আরও দশ-বারো দিন পিছিয়ে যাবে। সে ক্ষেত্রে তড়িঘড়ি তাঁর পক্ষে মামলার নিষ্পত্তি হলেও বোর্ড নির্বাচনের (২৯ সেপ্টেম্বর) আগে ঘর গুছিয়ে নেওয়ার জন্য হাতে খুব বেশি সময় পাবেন না শ্রীনিবাসন।
|
২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে নামবে ভারত। ২০১৪-১৫ আন্তর্জাতিক মরসুমে ভারতের এই অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্ট হবে মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড আর ব্রিসবেনে। বাদ পড়ল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতগতির পিচের জন্য বিখ্যাত পারথের ওয়াকা স্টেডিয়াম। বুধবার এই ঘোষণা করার পাশাপাশি কেন পারথকে বাদ দেওয়া হল সে ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড বলেন, “পাঁচটা মেইনল্যান্ড টেস্ট কেন্দ্রের মধ্যে ওয়াকা-এ দর্শকাসন কম। তা ছাড়া টেস্ট চলাকালীন বেশি দর্শকও দেখা যায় না এই স্টেডিয়ামে।” যা শুনে হতাশ ওয়াকা কর্তা ক্রিশ্চিয়ান ম্যাথেউজ, “পশ্চিম অস্ট্রেলিয়ার দর্শকরা টেস্ট ক্রিকেটকে বরাবরই সমর্থন করে এসেছেন। এখানকার হাজার হাজার ক্রিকেট ফ্যান ভারতের বিরুদ্ধে ম্যাচ সরাসরি দেখতে পারবেন না ভাবলেই খারাপ লাগছে।” |