টুকরো খবর |
রাষ্ট্রীয় মর্যাদায় নরোত্তমদের শেষকৃত্য
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুম্বইয়ে সাবমেরিন বিস্ফোরণে হত টিমোথি সিংহের শেষকৃত্য। দুর্ঘটনার ২৭ দিন পরআজ লখিমপুরে সিন্ধুরক্ষক সাবমেরিনে বিস্ফোরণে হত নরোত্তম দেউরিরও শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় করা হয়। ক’দিন সিন্ধুরক্ষকেই বিস্ফোরণে নিহত দুর্গাপুরের মলয় হালদারের দেহও শনাক্ত করে নিয়ে আসা হয়েছিল। সেনা, নৌ এবং বিমানবাহিনীর জওয়ানরা টিমোথি, নরোত্তমকে শেষ বিদায় জানান। ছিলেন পুলিশকর্মীরাও। জাতি-ধর্ম নির্বিশেষে প্রার্থনায় যোগ দেন সাধারণ মানুষ। আজ বিকেলের বিমানে টিমোথির কফিনবন্দি দেহ শিলচরে পৌঁছয়। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায় রাজ্যের পক্ষে মাল্যদান করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন জেলাশাসক গোকুলমোহন হাজরিকা, পুলিশ সুপার দিগন্ত বরাও। টিমোথির দেহ নিয়ে লক্ষ্মীপুর মহকুমার পয়লাপুলে তাঁর বাড়ির দিকে রওনা দেয় সেনা-কনভয়। মাঝ রাস্তায় কিছু জায়গায় কনভয় থামিয়ে তাঁর কফিনে ফুল-মালা দেন স্থানীয়রা।
পুরনো খবর: ডুবোজাহাজে বিস্ফোরণ, আশঙ্কা মৃত ১৮
|
জেল পালাল সাত কিশোর কয়েদি
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ছপরা জেলার ভগবানবাজার থানা এলাকার একটি হোম থেকে গত কাল রাতে সাত ‘কয়েদি’ পালিয়ে গিয়েছে। এখানে সাধারণ জেলের নিয়ম মানা হয় না, হোমের নিয়ম মেনেই চালানো হয় এই সংশোধনাগারটি। এখানকার প্রাচীরও যথেষ্ট নিচু। ফলে সহজেই আবাসিক বা কয়েদিরা প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়। ১৮ বছর বয়সী পর্যন্ত কয়েদিদের এখানে রাখা হয়। কম বয়সীরা থাকার ফলে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ঢিলেঢালা। ফলে মাঝেমধ্যেই এখান থেকে কম বয়সী কয়েদিরা পালিয়ে যায়। এ কথা স্বীকার করে জেলার পুলিশ সুপার বরুন কুমার সিংহ বলেন, “কম বয়সীদের এখানে রাখার কারণেই হয় তো সাধারণ জেলের নিয়ম মানা হয় না। নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নয়। ওই সাত জনের খোঁজ চলছে।”
|
ত্রিপুরা তৃণমূলকে বিঁধল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সঙ্গে অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। ত্রিপুরা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তীর অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা। তিনি বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী না হতে পেরেই ক্ষোভে এ সব সঙ্গতিহীন কথা বলছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান।’’ সম্প্রতি, কংগ্রেস ছেড়ে ত্রিপুরায় তৃণমূল রাজ্য কমিটির চেয়্যারম্যান হয়েছেন তিনি। আশিসবাবু জানান, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের স্বার্থসিদ্ধির জন্য ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে বলে রতনবাবু যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন।
|
ধর্ষিতা তিন বছরের শিশু
সংবাদসংস্থা • লুধিয়ানা |
ধর্ষণ করা হল তিন বছরের এক শিশুকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শহরের এক বস্তিতে। শিশুটির বাবা পুলিশকে জানিয়েছেন, তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরে বুধবার সকালে রক্তাক্ত ও অর্দ্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন মেয়েকে। শিশুটির দেহে গুরুতর আঘাতের চিহ্ন দেখে আশঙ্কা করা হচ্ছে, সে গণধর্ষণের শিকার হয়েছে। শিশুটি এখন আশঙ্কাজনক অবস্থায় চণ্ডীগড়ের হাসপাতালে চিকিৎসাধীন।
|
মরিগাঁওয়ে বন্দির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংশোধনাগারে রহস্যজনকভাবে মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। ঘটনাটি ঘটেছে মরিগাঁও জেলায়। পুলিশ জানায়, খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল নারায়ণ দেবনাথের। ১১ বছর ধরে বন্দি ছিলেন। আজ ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কী ভাবে নারায়ণবাবুর মৃত্যু হল তা জানতে দেহের ময়না তদন্ত করা হয়েছে।
|
দারুল উলুমের ফতোয়া, ছবি তোলা নিষেধ |
ছবি তোলা ‘গুনাহ’। একমাত্র সচিত্র পরিচয়পত্র বা পাসপোর্টের জন্যই তোলা যেতে পারে ছবি। অন্য সব ক্ষেত্রে ক্যামেরার সামনে দাঁড়ানো ‘হারাম’। বুধবার এই ফতোয়া দিয়ে হইচই ফেলে দিয়েছেন দেওবন্দের দারুল উলুমের মোহতামিন (উপাচার্য) মুফতি আব্দুল কাশিম নোমানি। তিনি বলেছেন, ছবি তুলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেকে অমর করে রাখার অনুমতি ইসলাম দেয় না। বিয়ের ভিডিও ছবি করা বা কোনও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করাও ধর্ম মতে পাপ। ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র দারুল উলুমের উপাচার্যকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, তিনি ফটোগ্রাফিকে জীবিকা করতে চান। উপাচার্যের কী মত? তার জবাবেই নোমানি এই ফতোয়া দিয়ে অন্য কোনও বিষয়ে পড়াশোনার জন্য ওই ছাত্রকে পরামর্শ দেন। তবে মক্কার মসজিদের ছবি তোলায় কোনও নিষেধাজ্ঞা নেই। সেখানে নমাজের সরাসরি সম্প্রচারও হয়।
|
সংঘর্ষে কোনও দলের ইন্ধন ছিল: শিন্দে |
দিন চারেকের মাথায় বুধবার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে মুজফ্ফরনগরের। শিথিল হয়েছে কার্ফু। তবে রাজনীতির রং ফিকে হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে এ দিন বলেন, মুজফ্ফরনগরের গোষ্ঠী সংঘর্ষের পিছনে কোনও রাজনৈতিক দল থাকলেও থাকতে পারে। লোকসভা ভোটের আগে এ রকম ঘটনা আরও ঘটতে পারে। ১১টি রাজ্যকে সে নিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শিন্দে বলেন, “যেহেতু সামনেই ভোট, কিছু দল এ ধরনের ঘটনায় ইন্ধন দিচ্ছে। শুধু এ রাজ্যেই নয়, অন্য রাজ্যেও ঘটেছে। নাম করব না।” এ দিকে উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির ঘরেও অশান্তি। সপা নেতা আজম খান রাজ্যের গোষ্ঠী-সংঘর্ষে নিজের সরকারের ভূমিকা নিয়েই সরব। প্রতিবাদে বুধবার তিনি দলীয় বৈঠকেও যাননি। নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন। এ দিন বাগপতের কির্থল গ্রামে একে ৪৭-এর ৪১টি কার্তুজ, ১৭টি ৯এমএম কার্তুজ, একটি দেশি পিস্তলের কার্তুজ, বন্দুক পেয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ মুজফ্ফরনগরের সংঘর্ষে ব্যবহার করতেই অস্ত্রগুলি আনা হয়েছিল।
পুরনো খবর: কার্ফু শিথিল, ছেলের পাশে মুলায়ম
|
সোপিয়ানে ফের গুলি, হত এক |
সিআরপিএফ জওয়ানের গুলিতে ফের মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও তেরো। নিহতের নাম রাফিদ আহমেদ রাঠের। বুধবার গগরান গ্রামের ঘটনা। এর আগে শনিবার, জুবিন মেটার কনসার্টের দিন সিআরপিএফ জওয়ানদের গুলিতে সোপিয়ানে মৃত্যু হয়েছিল চার যুবকের। শনিবারের সেই ঘটনায় জড়িত সিআরপিএফ জওয়ানদের শাস্তি ও গগরান থেকে সিআরপিএফ ক্যাম্প তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু যুবক। এর পরই জওয়ানদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় তাঁদের। এক সিআরপিএফ জওয়ানের গুলিতে রাফিদ আহমেদের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আগুন লাগিয়ে দেওয়া হয় উচ্চপদস্থ এক সরকারি অফিসারের বাসভবনেও।
|
খতিয়ে দেখা হবে হিসেব |
আসারাম বাপুর আশ্রমে তৈরি করা জিনিসপত্র আমদাবাদের বেশ কিছু দোকানে বিক্রি করা হয়। সেই দোকানে হিসেবের খাতা খতিয়ে দেখবে আমদাবাদের স্থানীয় প্রশাসন। এক কিশোরীকে যৌন হেনস্থা করার অভিযোগে পুলিশের হেফাজতে রয়েছেন ধর্মগুরু আসারাম বাপু। আকোলা-ওয়াসিম হাইওয়ে থেকে ৯ কিলোমিটার দূরে একটি পাঁচ একর জমি কিনে একটি বাংলো বানিয়েছিলেন আসারাম। যা ‘বাপু কি কুটিয়া’ নামে পরিচিত। সেই জমিটি তিনি কী ভাবে কিনেছিলেন, সেই নথিও খতিয়ে দেখা হবে।
|
কলকাতায় আনা হতে পারে টুন্ডাকে |
দিন সাতেকের মধ্যেই জেরার জন্য কলকাতায় আনা হতে পারে আব্দুল করিম টুন্ডাকে। টুন্ডার শ্বশুর মহম্মদ জাকারিয়া প্রেসিডেন্সি জেলে বন্দি। উত্তর দিনাজপুরের জেলে রয়েছে টুন্ডার সঙ্গী মহম্মদ আলাউদ্দিন। মহম্মদ বশিরুদ্দিন নামে এক লস্কর জঙ্গিও ধরা পড়েছে উত্তর দিনাজপুরে। টুন্ডাকে এদের সঙ্গে বসিয়ে জেরা করতে চায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
|
‘ইনটিগ্রেটেড চেক পোস্ট’ পরিদর্শন |
|
বাপি রায়চৌধুরীর তোলা ছবি। |
আগরতলার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ‘ইনটিগ্রেটেড চেক পোস্ট’ (আইসিপি) পরিদর্শন
করলেন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব (বর্ডার ম্যানেজমেন্ট) গৌরী কুমারের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
প্রশাসনিক সূত্রের খবর, বাংলাদেশ সীমান্তে অভিবাসনের জন্য ৭৩ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের
চেক পোস্টটি তৈরি করা হয়েছে। বুধবার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকায় ভারতের হাইকমিশনার
পঙ্কজ শরন, ‘ল্যান্ড পোর্ট অথরিটি’র চেয়ারম্যান ওয়াই এস সোহরাব। নভেম্বরে চেক পোস্টটির
উদ্বোধন করা হবে।
|
ধৃত ধর্ষক |
কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ২ অগস্ট ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখা হবে। |
|