|
|
|
|
সনিয়ার সমনে মাথা ঘামাচ্ছে না কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শারীরিক পরীক্ষা সেরে আমেরিকা থেকে ফেরার পরেই সনিয়া গাঁধীর সমন নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। আমেরিকার হাসপাতালে ভর্তি থাকার সময় সনিয়ার বিরুদ্ধে সমন জারি করেছিল নিউ ইয়র্কের একটি আদালত। সে দেশের এক শিখ সংগঠন সনিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিল। সংগঠনটির দাবি ছিল, ১৯৮৪ সালে ভারতে শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত অনেকেই এখন কংগ্রেস নেতা। বার বার অভিযোগ জানানো সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
বুধবারই চিকিৎসা সেরে দেশে ফিরেছেন সনিয়া গাঁধী। তার পরেই সমন নিয়ে প্রশ্ন উঠলেও, কংগ্রেস নেতৃত্ব এ নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নন। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, “ঘটনার ৩০ বছর পরে সমন পাঠানো হল। তা-ও এমন একটা সময়ে, যখন সনিয়া গাঁধী আমেরিকায় রয়েছেন। এই ঘটনাকে বিস্ময়কর ছাড়া আর কী বা বলা যেতে পারে? দলের তরফে অবশ্য যথাযথ আইনি পদক্ষেপ করা হবে।”
ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও বিষয়টিকে সে ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের তরফে জানানো হয়েছে, এই সমন যখন পাঠানো হয়, তখন সনিয়া নিজেই আমেরিকায় ছিলেন। আর কয়েক দিন পরেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মার্কিন সফর। তার ঠিক আগেই এই সমনকে হাতিয়ার করে মার্কিন প্রশাসনের তরফে কোনও কূটনৈতিক পদক্ষেপ করা হবে না বলেই মনে করছে বিদেশ মন্ত্রক। |
|
|
|
|
|