|
|
|
|
পুরো রুটি খান, কংগ্রেসকে ভোট দিন: রাহুল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আম-আদমির অস্ত্রেই যে আরও একটা লোকসভা ভোটে বিরোধীদের মোকাবিলা করবে কংগ্রেস, বুধবার রাজস্থানে সেটা ফের বুঝিয়ে দিলেন রাহুল গাঁধী।
বিজেপি এখনও আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা না-করলেও আগামী বছরের লোকসভা ভোটে রাহুলের প্রধান প্রতিপক্ষ যে নরেন্দ্র মোদীই, সেটা বলার অপেক্ষা রাখে না। আর মোদী মানেই শিল্পবান্ধব ভাবমূর্তি। মোদীর প্রশংসয় পঞ্চমুখ শিল্পমহল ইতিমধ্যেই কেন্দ্রের আনা খাদ্য সুরক্ষা আইনের সমালোচনায়মুখর হয়েছে। বলা হচ্ছে, বেহাল অর্থনীতিতে আরও দুর্দিন ডেকে আনবে এই খাতে বিপুল ভর্তুকির বোঝা। এই অবস্থায় জয়পুরে মোদীর সভার এক দিন পরেই উদয়পুরে সেই সমালোচনার জবাব দিলেন কংগ্রেস সহ সভাপতি।
রাহুলের কথায়, “বিরোধীরা বলছেন, বিশাল বিশাল সেতু, লম্বা লম্বা রাস্তা তৈরি করলেই ভারতের উন্নতি হবে। আমরা সেটা মানি। কিন্তু সেই সঙ্গে আরও একটা কথা বলি। ওই সব সেতু আর রাস্তা যাঁরা বানাবেন, সেই গরিব, দলিত, আদিবাসীরা দু’বেলা খেতে না-পেলে দেশের উন্নতি হবে না।” |
নিশানা বিজেপি। জনসভায় রাহুল গাঁধী। বুধবার উদয়পুরে। ছবি: পিটিআই। |
গরিবদের মুখে অন্ন তুলে দেওয়ার এই সঙ্কল্পকেই আজ ভোটের স্লোগানে বেঁধে দিয়েছেন রাহুল। এত দিন কংগ্রেসের স্লোগান ছিল ‘আধা রোটি খায়েঙ্গে, কংগ্রেসকো জিতায়েঙ্গে।’ রাহুল আজ বলেন, “পুরি রোটি খায়েঙ্গে, শ’দিন কাম করেঙ্গে, দাওয়াই লেঙ্গে, কংগ্রেস কো জিতায়েঙ্গে।” (গরিবদের বিনামূল্যে ওষুধ দেওয়ার যে প্রকল্প নিয়েছেন রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, সেটিকেও স্লোগানে জুড়ে নিয়েছেন রাহুল।)
২০০৪-এ লোকসভা ভোটে আম-আদমির কথা বলেই বিজেপি-র ‘ভারত উদয়’কে ছাপিয়ে গিয়েছিল কংগ্রেস। ২০০৮-এ তাদের হাতিয়ার ছিল একশো দিনের কাজ আর কৃষকদের ঋণ মকুব। এ বার খাদ্য সুরক্ষা নিয়ে মাঠে নামতে চলেছে তারা। দলের এক নেতার কথায়, “সমাজতন্ত্রের এই বীজ নেহরু জমানা থেকেই কংগ্রেসের মধ্যে নিহিত। ইন্দিরা গাঁধীও গরিবি হটাওয়ের ডাক দিয়েছিলেন। সনিয়ার পর রাহুল সেই ধারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন।”
রাহুল এ দিন বলেন, ব্যক্তিগত স্বপ্নকে ছুড়ে ফেলে আম-আদমির স্বপ্নকেই নিজের করে নিতে চান তিনি। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর ‘কর্পোরেট অ্যাজেন্ডাকে’ পর্যুদস্ত করতে দলকে রাহুল এ ভাবেই আম-আদমির সামাজিক সুরক্ষা নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন।
তবে কৌশলগত ভাবে আজ মোদীর নাম এক বারও মুখে আনেননি রাহুল। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, ভোট প্রচারে তিনি কখনওই মোদীর নাম মুখে আনবেন না। মোদীর সমালোচনা করবেন দলের অন্য নেতারা। আজ সেটাই হয়েছে। রাহুল-ঘনিষ্ঠ জয়রাম রমেশ বলেছেন, “মোদীর সবটাই আমি সর্বস্ব। ডগলাস জার্ডিনের মতোই বডিলাইন বল করে চলেছেন তিনি। আর বডিলাইন বোলিং সম্পর্কে বিল উডফুল (তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক) তো বলেই ছিলেন যে, এখানে দু’টি টিম রয়েছে। তার মধ্যে একটা ক্রিকেট খেলছে না।” |
|
|
|
|
|