টুকরো খবর
ইটাহার-কাণ্ডে মূল অভিযুক্তকে ধরার
দাবি নিগ্রহের আতঙ্কে নিষ্ক্রিয় পরিদর্শক
নিগ্রহের আতঙ্কে উত্তর দিনাজপুরের ইটাহারের মেঘনাদ সাহা কলেজের শিক্ষক শিক্ষিকারা টুকলি ধরছেন না। সেই সুযোগে পরীক্ষার্থীদের একাংশ শিক্ষক-শিক্ষিকাদের সামনেই অবাধেই নকল করছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই কলেজে প্রথমার্ধে প্রথম বর্ষের পড়ুয়াদের ঐচ্ছিক বাংলার তৃতীয় পত্রের পরীক্ষা ছিল। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের শিক্ষাবিজ্ঞানের ষষ্ঠ পত্রের পরীক্ষা। এ দিন পরীক্ষা শেষের পর অধ্যক্ষা স্বপ্না মুখোপাধ্যায় বলেন, “পরীক্ষার্থীর একাংশকে টুকলি করতে দেখেও নিজেদের নিরাপত্তার কথা ভেবে শিক্ষক শিক্ষিকারা হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছেন। নিগ্রহ কান্ডে বাকি অভিযুক্তদের ধরা এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না।” কলেজে ছাত্র সংসদে ক্ষমতায় তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠন জেলা কার্যকরী সভাপতি ইন্দ্রনীল আচার্য বলেন, “পরীক্ষার্থীর একাংশের মধ্যেই টুকলি করার প্রবণতা রয়েছে। তাই বলে তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা এই কলেজে অরাজকতার পরিবেশ প্রমাণ করতে টুকলি হতে দেখেও শিক্ষক শিক্ষিকারা হাতগুটিয়ে বসে থাকবেন এটা মানতে পারছি না।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য জানান, নিরপেক্ষতা রাখতে পুলিশকে দু’পক্ষের অভিযুক্তদের ধরা উচিত। জেলা পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানান, তদন্ত করে প্রয়োজনে দুপক্ষের অভিযুক্তদের ধরা হবে।

পুরনো খবর:

ভবন নিয়ে জটিলতা
‘ওপেন ডিসটান্স লার্নিং’-এ শিক্ষকতার প্রশিক্ষণের জন্য কোচবিহার জেলায় তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৩৮২। অথচ জেলার তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে আসন ৬০০টি। এতে কোচবিহারের ৭০০ জনের বেশি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ নিতে বাইরের জেলায় ভর্তি হতে হয়েছে। অক্টোবর থেকে ছুটির মরসুম ছাড়াও প্রতি সপ্তাহে দুই দিন করে ওই শিক্ষক শিক্ষিকাদের ক্লাস শুরুর কথা। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মহাদেব শৈব বলেন, “আসনের থেকে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।” কেন্দ্রের শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী কর্মরত সব শিক্ষককে ২০১৫ সালের মধ্যে শিক্ষকতার প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় সরকার দূরশিক্ষার মাধ্যমে ৃপ্রশিক্ষণের বন্দোবস্ত করে। তার ভিত্তিতেই স্কুল থেকে তথ্য নিয়ে তালিকা তৈরি হয়। তাতে ১৩৮২ জনের নাম রয়েছে। তালিকাভুক্তরা আবেদনের অগ্রাধিকারের ভিত্তিতে পচ্ছন্দের এলাকার প্রশিক্ষণ কেন্দ্রে অনলাইন ভর্তির সুযোগ পান। ৪ সেপ্টেম্বর ওই ভর্তি প্রক্রিয়া শুরুর দুই দিনের মধ্যে কোচবিহার সদরের দুটি ও শীতলখুচির ৩টি সরকারি-বেসরকারি কেন্দ্রের আসন শেষ হয়ে যায়। সাতশোরও বেশি শিক্ষিক-শিক্ষিকাকে অন্য জেলায় ভর্তি হতে হয়। এতে যাতায়াত, থাকা-সহ নানা সমস্যায় উদ্বেগে শিক্ষক-শিক্ষিকারা।

অধ্যক্ষ ঘেরাও করে বিক্ষোভ
চোপড়া ব্লকের ছাত্রছাত্রীদের কলা বিভাগের পাস কোর্সের ইসলামপুর কলেজে ভর্তির দাবি জানিয়ে ইসলামপুর কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূলের ছাত্র সংগঠন। মঙ্গলবার দুপুর থেকে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, ইসলামপুর কলেজে পরিচালন সমিতি বৈঠক করে চোপড়া ও করণদিঘি ব্লকের পড়ুয়াদের কলেজে কলা বিভাগে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগে কিছু ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছেন। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা পারভেজ আলম বলেন, “সকল ছাত্রছাত্রীদের জন্য এক নিয়ম হওয়া উচিত। চোপড়ার কিছু ছাত্রছাত্রী যখন ইসলামপুর ব্লকে ভর্তি হয়েছেন। সেখানে বাকিরা ভর্তি হতে পারবে না এটা হতে পারে না।” কলেজের অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিচালন সমিতির বৈঠক ডেকে তা আলোচনা করা হবে।” এদিকে কলেজের স্টাফরুমে তালা ঝুলিয়ে দেওয়া কেন্দ্র করে এ দিন চাঞ্চল্য ছড়ায়। এদিন তালা ভেঙে শিক্ষকরা কলেজে ঢোকেন। কলেজ সূত্রের খবর, ভর্তি হতে না পারা ছাত্রছাত্রীদের একাংশ ওই কাজ করেছিলেন বলে অভিযোগ। অধ্যক্ষ বলেন, “তদন্ত করা হচ্ছে। পুলিশকে সব জানানো হয়েছে।”

কমিশনে কংগ্রেস
তৃণমূলের সন্ত্রাস বন্ধ এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। মঙ্গলবার হলদিবাড়ি থানায় স্মারকলিপি দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে র কাছে কংগ্রেসের তরফে ফ্যাক্স পাঠানো হয়েছে। স্মারকলিপিতে ভোটের প্রচারের জন্য বাঁশের মাচাগুলি ভাঙা এবং রাত ১০টার পর ভোট প্রচার বন্ধ করার দাবি জানানো হয়েছে। ব্লক কংগ্রেসের সভাপতি তরুণ দত্ত বলেন, “পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। দাবি না মানা হলে ১৩ সেপ্টেম্বর থানার সামনে আমরা অবস্থান আন্দোলন করব।” তাঁর অভিযোগ, পুরসভার ৯, ১০, ১১ ওয়ার্ডে কংগ্রেস কর্মীদের মারধর করা হচ্ছে। এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গোপাল রায় বলেন, “তৃণমূল কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

ছাত্র আত্মঘাতী
দু’দিন বাদে স্কুলের মূল্যায়ন পরীক্ষা। তাই ক্রিকেট খেলতে বাড়ি থেকে আপত্তি জানানো হয়েছিল। এর জেরেই দশম শ্রেণির এক পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার খিদিরপুর এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রীতম সরকার (১৫)। বালুরঘাট হাইস্কুলে সে দশম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার সকালে ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খেলায় বাধা দেওয়ায় অভিমান ও দুঃখে ওই পড়ুয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। পেশায় ব্যবসায়ী মৃত ছাত্রের বাবা পুলক সরকার বলেন, “বুধবার থেকে স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার বিকালে ক্রিকেট খেলতে যাবে বলে ছেলে জেদ ধরে। পরীক্ষার সময় খেলা বন্ধ রেখে পড়ায় মনোযোগ দিতে বলে সামান্য বকাবকি করেছিলাম। তাতেই এ সর্বনাশ হবে ভাবতে পারছি না।”

হাজতে ৩১ বাংলাদেশি
সীমান্ত টপকে বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ হানা দিয়ে ৮৪ টি মোষ, ৬ গরু, ৪টি যন্ত্রচালিত নৌকা ছাড়াও ৩১ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ৩০টি হাঁসুয়া। মঙ্গলবার ভোরে হবিবপুর থানার তিলাসনের কাছে বেলডাঙ্গা বিল থেকে ১৪৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা হানা ওই গরু মোষ সমেত বাসিন্দাদের ধরেন। বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি রাজ সিংহ রাঠোর জানান, উদ্ধার হওয়ার মোষ, গরু এবং ৩১ জন বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্ত হবিবপুরের তিলাসন লাগোয়া পুনর্ভবা নদী। নদী থাকার জন্য ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এর ফলে সেখান দিয়ে পাচারের প্রবণতা বেড়ে গিয়েছে।

বিএসএফ জওয়ানের আত্মহত্যার চেষ্টা
আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জ এলাকায়। পুলিশ জানায়, ওই বিএসএফ জওয়ানের নাম বকুল রবীন্দ্র। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। রাতে তিনি সার্ভিস রাইফেল থেকে বুকে গুলি করেন বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে তাঁর সহকর্মীরা ছুটে আসেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ওই জওয়ানের হেফাজত থেকে পাওয়া চিঠির সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, ঘটনার পিছনে প্রেম ঘটিত কারণ রয়েছে।

জল নামল ফুলহারে
জল কমছে ফুলহারে। তবে অসংরক্ষিত এলাকায় এখনও লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সীমার উপর দিয়েই বইছে ফুলহার। জল কমতে শুরু করায় সেচ দফতরের পাশাপাশি স্বস্তিতে প্রশাসনও। সেচ দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুলহারের জলস্তর ছিল ২৭.৮৩ সেন্টিমিটার। সোমবারের তুলনায় ফুলহারে জল কমেছে ১৭ সেন্টিমিটার। ফুলহারের জল কমতে শুরু করায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বলে সেচ দফতর জানিয়েছে।

পুরনো খবর:

আত্মঘাতী মহিলা
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। উত্তরপূর্ব সীমান্ত রেলের মালাহার স্টেশনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, এ দিন বিকাল অবধি ওই মহিলার পরিচয় জানা যায়নি। এদিন মেন লাইনে গুয়াহাটি-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটির সামনে আচমকা ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়। বছর পঁচিশের ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে বলে রেল পুলিশ জানিয়েছে।

বেহাল জাতীয় সড়ক
মঙ্গলবার দিনভর উত্তর দিনাজপুরের ডালখোলায় বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়কের তীব্র যানজট হয়। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অভিযোগ, বেহাল সড়কের উপর যত্রতত্র গাড়ি বিকল হয়ে পড়ায় সোমবার সন্ধ্যা থেকে যানজট শুরু হয়।

বেঞ্চ দিল বিএসএফ
প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বসার জন্য ২০টি বেঞ্চ দিল বিএসএফ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে মাধবপুর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের হাতে বিএসএফ বেঞ্চগুলি তুলে দেয়। স্কুলের ৯৬ পড়ুয়াকে এতদিন মাটিতে বসেই পড়াশোনা করতে হত।

পথ অবরোধ
বিভিন্ন সংস্থায় রক্ষীর কাজ না পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক তফসিলি ও আদিবাসী বেকার যুবক ঘন্টা খানেক অবরোধ করে বিক্ষোভে দেখান। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির সরাইহাট এলাকায় রাজ্য সড়কের ঘটনাটি। একটি সংস্থা রক্ষীর চাকরি দেবে বলে ৬ মাস ধরে ৩৬০ যুবককে প্রশিক্ষণ দেয়। পর সংস্থার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কর্মবিরতি শুরু
বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করল ইসলামপুর হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। মঙ্গলবার ৯ জন সাফাই কর্মী কর্মবিরতি শুরু করে। তাঁদের অভিযোগ, হাসপাতালের সাফাই কর্মীরা ৪৫০০ হাজার টাকা বেতন পেলেও ২৬০০ টাকা দেওয়া হচ্ছে। সময়মত বেতন দেওয়া হচ্ছে না। হাসপাতালের স্থায়ী সাফাই কর্মী ১৩ জন। হরিজন সমিতির ইসলামপুর শাখার সম্পাদক সমীর বাঁশফোড় বলেন, “সকলে এক কাজ করছি। তবুও আমরা বেতন কম পাচ্ছি। এই দাবিতে আন্দোলন চলবে।” হাসপাতালের সুপার সুখেন্দু বিশ্বাস বলেন, “ঠিকাদারের আওতাভুক্ত সাফাই কর্মীদের আন্দোলনের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

কংগ্রেসের কর্মসূচি
সংগঠন মজবুত করতে কোচবিহার পুর এলাকায় টানা কর্মসূচি নিয়েছে যুব কংগ্রেস। শহরের ২০ ওয়ার্ডে ১৫ সেপ্টেম্বর অবধি মিটিং, মিছিল করবে যুব কংগ্রেস। সংগঠন নেতা অভিজিৎ দে ভৌমিক জানান, উত্তরবঙ্গে বুথ ভিত্তিক সংগঠন চাঙার কাজেও নেমেছে যুব কংগ্রেস। মঙ্গলবার যুব কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র বাঘেল, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সৌমিক হোসেন-সহ এক প্রতিনিধি দল কোচবিহারের খাগরাবাড়ি, বড় রাংরস, মহিষবাথান, নাটাবাড়ি প্রভৃতি এলাকা ঘুরে দেখেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.