কাজিয়ায় শিকেয় ডেঙ্গি নিয়ন্ত্রণ, ক্ষোভ
রাজনৈতিক চাপানউতোরের জেরে ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ শিকেয় উঠেছে বলে অভিযোগ। নেতা মন্ত্রীরা ব্লিচিং ছড়ানোর ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা এখনও যথাযথ ভাবে নিতে পারেননি বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। তার জেরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছেছে। সোামবার স্বাস্থ্য দফতরের কাছে সে পরিসংখ্যান এসেছে তা থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে। দেরিতে হলেও তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতর জরুরি কিছু ব্যবস্থা নিতে চায়। রোগের বাহক মশার নিয়ন্ত্রণে বিশেষ দল আনার জন্য কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগে এ দিন জানানো হয়েছে। শেষ পর্যায়ে যাঁরা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন তাদের রক্তের নমুনা বেলেঘাটায় ন্যাশনাল ইন্সস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস (নাইসেড)-এ পাঠানো হয়েছে।
ডেঙ্গি রোগী ও অন্য রোগীদের রাখা হয়েছে একই ঘরে।
শিলিগুড়ি হাসপাতালে সোমবার তোলা নিজস্ব চিত্র।
শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্যারাসিটামলের মতো ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের একাংশ। জায়গার আভাবে শিলিগুড়ি জেলা হাসপাতালে একই শয্যায় একাধিক ডেঙ্গি রোগীকে থাকতে হচ্ছে। তা ছাড়া নিচতলায় ডায়েরিয়া ওয়ার্ডকে ডেঙ্গির বিশেষ ওয়ার্ড করা হয়েছে। অথচ সেখানে ডায়েরিয়া রোগীদেরও রাখা হচ্ছে। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “ফ্লু আক্রান্তদের জন্য এক সময় জেলা হাসপাতালে একটি ওয়ার্ড কোলা হয়েছিল। ডায়েরিয়া রোগীদের সেখানে সরিয়ে ওই ওয়ার্ড দুটিতে শুধুমাত্র ডেঙ্গি রোগীদের রাখার ব্যবস্থা করা হবে।” তবে ডেঙ্গি আক্রান্ত বা জ্বরে আক্রান্ত সন্দেহভাজন ডেঙ্গি রোগীদের অনেকে মেডিসিন বিভাগেও রয়েছেন। জায়গায় সমস্যার জন্য এ ছাড়া অন্য কোনও উপায় নেই বলেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সব্যসাচী দাস জানান, দিন কয়েক আগে ওষুধ নিয়ে সমস্যা হলেও এখন তা নেই। রোগীদের যাতে সমস্যায় পড়তে না হয় তা দেখা হচ্ছে।
এ দিন জেলা হাসপাতালে পরিস্থিতি খোঁজ নিতে যান রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদেরও প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই নামানো হবে। পুরসভা যে কাজ করছে তাদের পাশাপাশি ওই সংস্থার সদস্যরাও বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা, বিভিন্ন জায়গায় ফুলের টব, পুরনো ফেলে দেওয়া টায়ারে জমা দল ফেলতে নামবেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরএলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৯২ জন। তার মধ্যে সংযোজিত এলাকার ওয়ার্ডগুলিতে আক্রান্তের সংখ্যা ১০৭ জন। মহকুমার অন্যান্য অংশে আরও অন্তত ৩৪ জন রোগী রয়েছেন। তাদের অধিকাংশ মাটিগাড়ার বাসিন্দা। মাটিগাড়ার প্রমোদনগর, বাজার এলাকায় রবিবার থেকে মশা তাড়াতে ধোঁয়া ছড়ানো হচ্ছে। তবে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে না কেন তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকাতে অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রয়েছেন। তা ছাড়া গরুবাথান, মালাবাজার এলাকা থেকেও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্তরা চিকিৎসা করাতে আসছেন।
সিকিম ও রাজ্যের সীমানায় রংপো ও রম্ভির মতো এলাকায় ডেঙ্গি ছড়াচ্ছে। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। শিলিগুড়িতে আক্রান্তদের শরীরে কী ধরনের ডেঙ্গির জীবানু রয়েছে তা জানতে রক্তের নমুনা নাইসেডে পাঠানো হয়েছে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.