নিজস্ব সংবাদদাতা • নিউইয়র্ক |
আর্থার অ্যাশ স্টেডিয়ামের ঝোড়ো হাওয়া আর ফাইনালের মধ্যপর্বে প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া আজারেঙ্কার ভয়ঙ্কর ফর্ম সামলে পঞ্চম বার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হলেন মেয়েদের টেনিসের এক নম্বর সেরেনা উইলিয়ামস। ৭-৫, ৬-৭ (৬-৮), ৬-১। দ্বিতীয় সেটে ৪-১ এগিয়ে এবং দু’বার ম্যাচ জেতার জন্য সার্ভিস করেও দু’বারই তা নষ্ট করে শেষমেশ টাইব্রেকারে সেট হারান সেরেনা। চূড়ান্ত সেটে অবশ্য নিজের ফর্মে ফিরে গতবারের ফাইনালের রি-ম্যাচের ফলও একই রকম রাখেন ১৭ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মার্কিন কৃষ্ণাঙ্গী। ৩২ বছরের জন্মদিন যাঁর খুব কাছে। তবে গত রাতেই তিনি টেনিসের ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে ফেলেছেন। এ ছাড়া ওপেন যুগে রবিবার রাতেই হয়ে গেল মেয়েদের দীর্ঘতম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনাল। |
ওপেন যুগে মার্কিন মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ক্রিস এভার্ট (৬)। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন মেয়েও এভার্ট আর মার্টিনা নাভ্রাতিলোভা (১৮)। দুটো মাইলফলকের থেকেই এক ধাপ মাত্র পিছনে সেরেনা এখন। যদিও এভার্ট বলছেন, “শুধু আমাদের রেকর্ড কেন, ওপেন যুগে মেয়েদের টেনিসে স্টেফি গ্রাফের সবচেয়ে বেশি বাইশটা গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডও ভেঙে দিতে পারে সেরেনা। মার্কিন টেনিসের ইতিহাসে ও-ই মেয়েদের মধ্যে সেরা।”
সেরেনার ফাইনালের প্রতিপক্ষ আজারেঙ্কারও একই মত। যিনি শেষ দু’টো হার্ডকোর্ট ম্যাচে সেরেনাকে হারালেও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ব্যর্থ। “প্রচণ্ড হাওয়ায় আমাদের দু’জনেরই স্কার্ট প্রায় বুকের ওপর উঠে যাচ্ছিল বারবার। আমি শুধু নিজের স্কার্টটাই সামলাতে পেরেছি। সেরেনা ওর ড্রেসের সঙ্গে ম্যাচটাও সামলেছে। অত হাওয়ার মধ্যেও অসাধারণ ভাবে শট নিয়ন্ত্রণ করেছে,” বলেছেন আজারেঙ্কা।
আর সেরেনা পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির (ফেডেরারের ১৭) স্পর্শ করার আনন্দে বলেছেন, “এটা কিন্তু দারুণ ব্যাপার।” যে ‘ব্যাপার’কে আবার টেনিসমহল মনে করছে, ৩২ ছুঁইছুঁই সেরেনা এ বার সমবয়সি ফেডেরারের মোটিভেশন হতেই পারেন!
|