টুকরো খবর
টাকা ছাড়াই সই করলেন র‌্যান্টিরা
সেই মুহূর্ত। —নিজস্ব চিত্র।
ময়দানে এক অভিনব দৃষ্টান্ত। অর্থ ছাড়াই ইউনাইটেড স্পোর্টসের চুক্তিপত্রে সই করলেন র‌্যান্টি-লালকমল সহ ক্লাবের পঁচিশ জন ফুটবলার। এ দিন সই করার পরে দলের নতুন অধিনায়ক দীপক মণ্ডল বলেন, “র‌্যান্টি মার্টিন্স সহ প্রায় গোটা দলই রয়ে গিয়েছে। যা আমাদের টিমের একতা বাড়াবে।” ফুটবলাররা সই করলেও, ক্লাবের অন্য বড় সমস্যা অবশ্য এখনও মেটেনি। ইউনাইটেডের স্পনসরশিপ সমস্যা এখনও চলছে। এ দিন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য বলেন, “র‌্যান্টিরা কোনও টাকা ছাড়াই আজ সই করল। এ বার আমাদের দায়িত্ব স্পনসরশিপ সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো।” আই লিগে প্রথম ম্যাচে সম্ভবত তিন বিদেশি নিয়েই মাঠে নামবে ইউনাইটেড স্পোর্টস। এ দিকে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা শুরুর সময় এগিয়ে আনার জন্য সম্প্রচার সংস্থার সঙ্গে বৈঠকে বসছে আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “সময় এগোনোর ব্যাপারে কথা বলব। আশা করছি সমস্যার সমাধান হবে।”

বনগাঁয় নক আউট ফুটবল
উদ্বোধনী ম্যাচের একটি মুহূর্ত।— নিজস্ব চিত্র।
বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আট দলীয় নক-আউট ফুটবলের উদ্বোধনী ম্যাচে জিতল স্থানীয় প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। শনিবার বনগাঁ স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী বৈজয়ন্তী স্পোর্টিং ক্লাবের সঙ্গে নির্দিষ্ট সময়ে খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেও মীমাংসা না হওয়ায় ঠিক হয় ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে টসে। টসে জয়ী হয় প্রতাপগড় স্পোর্টিং। দ্বিতীয় ম্যাচে ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব এক গোলে হারিয়ে দেয় বিদ্যায়তন ক্লাবকে। তৃতীয় খেলায় এগিয়ে চল সঙ্ঘ, মেঘদূত সঙ্ঘকে এক গোলে পরাজিত করে। প্রতিটি খেলাতেই দর্শক হয়েছিল প্রচুর। প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্ত। এ ছাড়াও বিভিন্ন ম্যাচে মাঠে ছিলেন বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য, সভাপতি সুব্রত বক্সি, সহ সভাপতি মানবেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বনগাঁর ফুটবলপ্রেমীদের ভাল খেলা দেখার সুযোগ করে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান শঙ্করবাবু।

সীমান্ত অ্যাথলেটিক্স
এসএসবির আন্ত সীমান্ত অ্যাথলেটিক্স শুরু হল। সোমবার শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি ক্যাম্পাসের তিস্তা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। সূচনা করেন এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি কুলদীপ সিংহ। প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। রানিখেত, পটনা, লক্ষ্নৌ, গুয়াহাটি ও শিলিগুড়ি ফ্রন্টিয়ারের এসএসবি প্রতিযোগীরা অংশ নেন। মোট ১০৩ জন ১৮ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।

সারা বাংলা বডি বিল্ডিংয়ে
চন্দননগরে অনুষ্ঠিত সারা বাংলা আমন্ত্রণমূলক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৭০ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন উত্তর ২৪ পরগণার গোপাল সাহা। চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স হাওড়ার আর্য ঘোষ। ফাইনালে উপস্থিত ছিলেন বিশ্বশ্রী মনোহর আইচ। বিভিন্ন বিভাগে জিতেছেন শ্রীকান্ত বাগ (৫৫ কিলো), ইন্দ্রনীল (৬০ কিলো), ডিএস ঠাকুর (৬৫ কিলো)।

তেরঙ্গা বিতর্কে সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডকে
বাংলার এক সাংবাদিকের আনা জাতীয় পতাকা অবমাননার অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সোমবার নোটিশ জারি করল ভারতীয় বোর্ড, সিএবি এবং কলকাতা পুলিশকে। আগামী চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাদের। শোনা যাচ্ছে, গত বছরের শেষে ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্ট ও এ বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে— এই দুই ম্যাচেই ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেন ওই সাংবাদিক। প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করা হলে সেখানে তা খারিজ হয়ে যায়। বলা হয়, দর্শকরা আবেগের বশে যদি কিছু করেও থাকেন, তা হলে সেটাকে কোনও ভাবে ইচ্ছাকৃত অপরাধ বলা যাবে না। পরে আবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। যার ভিত্তিতে এ দিন নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে কী করবে ঘটনায় জড়িয়ে পড়া অন্যতম সংস্থা সিএবি? কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “ব্যাপারটা শুনেছি। আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখব কী করা যায়।”

অন্য খেলায়
• ভেটারেন্স ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব-৯ থেকে ১১ ও অনূর্ধ্ব-১১ থেকে ১৩ ফুটবল ট্রায়াল হবে ১৪-১৫ সেপ্টেম্বর, ক্লাবের মাঠে সকাল ন’টা থেকে।
• বি এন চট্টরাজ স্মৃতি টেবল টেনিস রাজ্য র‌্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ ২৮-২৯ সেপ্টেম্বর ভবানীপুর ব্যায়াম সঙ্ঘে। যোগদানের শেষ দিন ২১ সেপ্টেম্বর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.