|
|
|
|
আডবাণীকে নিয়েই মোদীর নাম ঘোষণা চাইছে সঙ্ঘ
অনমিত্র সেনগুপ্ত • নয়াদিল্লি |
লালকৃষ্ণ আডবাণীকে সঙ্গে নিয়েই নরেন্দ্র মোদীকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে চাইছেন সঙ্ঘ নেতৃত্ব।
দিল্লিতে সঙ্ঘ ও বিজেপির শীর্ষ স্তরের দু’দিনের বৈঠক আজ শেষ হয়েছে। বৈঠক শেষের আগে সরসঙ্ঘচালক মোহন ভাগবত, ভাইয়াজি জোশী ও মদনদাস দেবী পৃথক বৈঠক করেন আডবাণীর সঙ্গে। সঙ্ঘ নেতৃত্ব মনে করছেন, লোকসভা নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে মোদী যোগ্য মুখ। দলের নিচু তলা থেকেও মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার প্রবল চাপ রয়েছে। ফলে চলতি মাসে পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই দলের সভাপতি রাজনাথ সিংহ দলের সংসদীয় বোর্ডের বৈঠক ডেকে কোন সময়ে এই ঘোষণা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হোক। কিন্তু মূলত আডবাণী ও সুষমা স্বরাজের আপত্তিতেই তা আটকে রয়েছে। এই অবস্থায় গত সপ্তাহে আডবাণীর বাড়িতে গিয়ে বৈঠকের পর আজ ফের ভাগবত নিজে কথা বলেন তাঁর সঙ্গে। সঙ্ঘ চাইছে, আডবাণীর সম্মতি নিয়েই মোদীর নাম ঘোষণা করুক দল। তার জন্য সংসদীয় বোর্ডের বৈঠক ডাকার আগে সঙ্ঘ নেতা মদনদাস দেবী আবার বসবেন আডবাণীর সঙ্গে।
আজ সঙ্ঘ-বিজেপির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরএসএস নেতা মনমোহন বৈদ্য বলেন, এই বিষয়টি নিয়ে বাইরে যতই মতপার্থক্য থাকুক, দলের ভিতরে নেই। কিন্তু মুখে এ কথা বললেও সঙ্ঘ নেতৃত্বের আশঙ্কা, আডবাণী বা সুষমার মতো নেতাদের অমতে কোনও সিদ্ধান্ত নিলে পরে হিতে বিপরীতও হতে পারে। এমনিতেই সুষমা স্বরাজের প্রত্যক্ষ আপত্তি উপেক্ষা করে ও আডবাণীর অনুপস্থিতিতে গোয়ার কর্মসমিতির বৈঠকে মোদীকে প্রচার কমিটির প্রধান ঘোষণা করা হয়েছিল। পর দিনই আডবাণী দলীয় পদ থেকে ইস্তফা দেন। এ বার যদি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা হয়, তা হলে সুষমা স্বরাজের মতো নেত্রীও লোকসভার বিরোধী দলের নেতার পদ থেকে ইস্তফা দিতে পারেন। এই আশঙ্কার বশেই সঙ্ঘ নেতৃত্ব বারবার আডবাণীদের বোঝালেও নিজে থেকে কোনও ঘোষণা করছেন না। দায় চাপিয়ে দিচ্ছেন রাজনাথদের উপরেই।
মোদীকে ঘিরে যখন দিল্লিতে তুমুল বিতর্ক চলছে, মোদী কিন্তু নিজের রাজ্যে তাঁর লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। গাঁধীনগরে কৃষকদের মহাসম্মেলনে মোদী গোটা দেশের কৃষকদের জড়ো করে তাঁদের প্রতিনিধি হয়ে উঠতে চেষ্টা করেছেন। নিয়ে এসেছিলেন শরিক দলের নেতা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলকে। বাদল মঞ্চে তাঁর উপস্থিতিতেই বলেন, “এই সম্মেলনের নাম ভাইব্র্যান্ট গুজরাত কেন, হওয়া উচিত ভাইব্র্যান্ট ইন্ডিয়া। কারণ, মোদীই দেশের নেতা।” আর যে শিবরাজ সিংহ চৌহানও মোদীর নাম ঘোষণায় বাদ সেধে রয়েছেন, তাঁর কৃষিমন্ত্রী রামকৃষ্ণ কুসমারিয়াও বারবার বলেছেন, মোদী ভারতের ভবিষ্যৎ। বিষ্ণুর অবতারের সঙ্গেও মোদীর তুলনা টেনেছেন তিনি।
আগামী কয়েক দিনের মধ্যে আডবাণীকে মানিয়ে মোদীর নাম ঘোষণা করার দায় রাজনাথের উপরে। সংসদীয় বোর্ডের বৈঠক ডাকার আগে রাজনাথ সুনিশ্চিত করতে চাইছেন, স্বয়ং আডবাণী যেন সেই বৈঠকে উপস্থিত থাকেন। তার জন্য চাপ বাড়ানোর কৌশল হিসাবে আজই রাজনাথ জানিয়েছেন, “শীঘ্রই সংসদীয় বোর্ডের বৈঠক ডাকতে চলেছি।” |
সহ প্রতিবেদন: দিগন্ত বন্দ্যোপাধ্যায় |
পুরনো খবর: প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুন মোদীকে, জেটলিদের চাপে সঙ্ঘ |
|
|
|
|
|