লিয়েন্ডার এবং তিন জন |
• ফ্লাশিং মেডোয় আজ লিয়েন্ডার তাঁর ৩০তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন। ১৬টি ডাবলস ও ১৪টি মিক্সড ডাবলস ফাইনাল। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি গ্র্যান্ড স্ল্যাম (ডাবলস, মিক্সড ডাবলস) জিতেছেন।
• লিয়েন্ডারের পার্টনার স্টেপানেক সেখানে চতুর্থ এবং প্রতিদ্বন্দ্বী পিয়া ও সুয়ারেজ দু’জনই প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন।
• প্রতিদ্বন্দ্বী জুটির পিয়া-র সঙ্গে ২০১২ ফরাসি ওপেন ডাবলস খেলেছেন লিয়েন্ডার।
• পিয়া-সুয়ারেজের বিরুদ্ধে লিয়েন্ডার-স্টেপানেক একবার খেলে স্ট্রেট সেটে হেরেছেন। ২০১২ টোকিও ওপেন ফাইনালে।
• লিয়েন্ডারের ডাবলস খেতাব ৫২। সেখানে স্টেপানেক-পিয়া-সুয়ারেজের মিলিত খেতাব ৪০।
|
|
• ...ফাইনালে লিয়েন্ডাররা ৬০-৪০ এগিয়ে। লিয়েন্ডার দারুণ ফর্মে। ওদের জুটির গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার অভিজ্ঞতা বিপক্ষের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্র ওপেন জেতার অভিজ্ঞতা আছে লিয়েন্ডারের। আবার ওদের জুটি গত বছরই আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল খেলেছে। প্রতিপক্ষ জুটি বিশ্বের দু’নম্বর ডাবলস টিম। এ বছর চারটে টুর্নামেন্ট জিতেছে ঠিকই। কিন্তু আগের ম্যাচেই বিশ্বের এক নম্বর জুটিকে তাদের ঘরের মাঠে হারানোয় আত্মবিশ্বাসে টগবগে থাকার কথা লিয়েন্ডারদের।
জয়দীপ মুখোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী
• জীবনে কিছু অর্জন করতে হলে তোমাকে তার জন্য লড়াই করতে হবে। কোনও কিছুই বিনা পরিশ্রমে তোমার কোলে টুপ করে পড়বে ভেবো না। মহম্মদ আলির মন্তব্য আমি মনে রাখি জীবনে যার
ঝুঁকি নেওয়ার সাহস নেই, সে জীবনে কিছু করে উঠতে পারে না! টুইটারে লিয়েন্ডার পেজ |
|
|