শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ডেঙ্গির জন্য পুরসভাকেই দূষলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়িতে একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করতে গিয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অভিযোগ, সুডা সহ রাজ্য স্বাস্থ্য দফতরের কাছ থেকে বিভিন্ন সময়ে, সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকা পাওয়া গেলেও তার সদ্ব্যবহার করেনি কংগ্রেস পরিচালিত পুরসভা। তবে কোন খাতে টাকা পাওয়ার কথা বলা হচ্ছে তা স্পষ্ট করার দাবি তুলেছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। এদিন শিলিগুড়ি হাসপাতাল এবং মেডিকেল কলেজে বিভিন্ন পরিষেবার উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে পাহাড়ে যাতে রক্তের সঙ্কট না হয় সেই জন্য ৪০ ইউনিট রক্ত পাঠানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। |
এদিন শিলিগুড়ি হাসাপাতল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চন্দ্রিমাদেবীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দে, বিধানসবার স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন, “এখনও পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ১২২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন একজন।” তাঁর অভিযোগ, শিলিগুড়ি পুরসভা নিজের কাজ ঠিক মতো করছে না। সে জন্য ডেঙ্গির প্রকোপ কমানো যায়নি। তাঁরা পর্যাপ্ত অর্থ পেয়েও ঠিকমতো তা ব্যবহার করছে না।” যদিও কোন খাতে কবে টাকা এসেছে তা মনে করতে পারেননি মেয়র গঙ্গোত্রী দত্ত । তিনি বলেন, “ওঁরা ওরকম বলে। আমি মনে করতে পারছি না কোন খাতে টাকা পেয়েছে পুরসভা।” এদিন সকালে শিলিগুড়ি হাসপাতালে বসেই জেলা স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন। |
www.siliguridarjeelinghealth.org ,এই ঠিকানায় মাউস ক্লিক করলেই জেলার বিভিন্ন হাসপাতালের সমস্ত তথ্য পাওয়া যাবে। এর পর শিলিগুড়ি হাসপাতালে সিআর্ম মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনে শরীরের ভিতরের হাড়ের অবস্থান সহজে জানতে পারা যায়। ঘুরে দেখেন সিক নিউ বর্ন কেয়ার ইউনিটও। মেডিকেলেও সিসিইউ উদ্বোধন করেন। তার পর ঘুরে দেখেন সদ্যোজাত শিশুদের রাখার জায়গাটিও। এর মাঝে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে একটি পুষ্টি সংক্রান্ত পুনর্বাসন কেন্দ্র চালু করা হল। ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শিলিগুড়ি হাসপাতালের স্থায়ী সুপারের বিষয়টি সমাধানের জন্য আবেদন রাখেন। চন্দ্রিমাদেবীও বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান। পাশাপাশি আরও কয়েকজন র্যাবরেটরি সহায়কের বন্দোবস্ত করার কথাও বলেন তিনি। তিনি বলেন, “পাহাড়েও এ’পর্যন্ত ৪০ ইউনিট রক্ত পাঠানো হয়েছে। সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সবাই সহযোগিতা করুন।”
|