কন্যাশ্রীর আওতায় পশ্চিমের ৮৭০ জন ছাত্রী
হাতে এক মাস, অ্যাকাউন্ট খুলতে নাভিশ্বাস ব্যাঙ্কগুলির
হাতে সময় খুব কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য ছাত্রীদের নামে ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ খুলতে গিয়ে ঘুম ছুটছে ব্যাঙ্ক কর্তাদের। প্রায় রোজই গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়ছে। সকলেরই বক্তব্য, তড়িঘড়ি অ্যাকাউন্ট খুলতে হবে।
গরিব পরিবারের মেয়েদের পড়াশোনার কথা ভেবেই ‘কন্যাশ্রী’ প্রকল্প চালুর সিদ্ধান্ত। যে সব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকা বা তার কম, সেই সব পরিবারের মেয়েরা প্রকল্পের সুবিধে পাবে। যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী, তারা বছরে ৫০০ টাকা করে ভাতা পাবে। পরবর্তীকালে বয়স ১৮ হলে এককালীন ২৫ হাজার টাকা পাবে। প্রকল্পের আওতায় আসবে প্রায় ৮ লক্ষ কিশোরী। প্রথম পর্যায়ে অবশ্য ১০ হাজার ছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। আগামী ১ অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান হবে। প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে যারা প্রকল্পের আওতায় আসছে, তারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এর মধ্যে কোন জেলার কতজন ছাত্রী থাকবে, তা চূড়ান্ত হয়েছে। এখন তাদেরই জিরো ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে।
প্রথম পর্যায়ে পশ্চিম মেদিনীপুরের ৮৭০ জন ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় আসছে। এর মধ্যে জঙ্গলমহল এলাকার ৩১৮ জন রয়েছে। বাকি ৫৫২ জন অন্য ১৮টি ব্লকের। ইতিমধ্যে জেলা থেকে এ নিয়ে প্রয়োজনীয় কিছু নির্দেশ গিয়েছে ব্লকে। সেই মতো ব্লকস্তরে পদক্ষেপ করা হচ্ছে। অন্য দিকে, জেলার লিড ব্যাঙ্কও প্রতিটি ব্যাঙ্ককে প্রয়োজনীয় কিছু নির্দেশ দিয়েছে। যেখানে জানানো হয়েছে, কী ভাবে কাজ এগোতে হবে। প্রকল্পের আওতায় আসতে হলে আয়ের সার্টিফিকেট প্রয়োজন। ফলে, বিধায়কদের কাছেও ভিড় করছেন ছাত্রীর অভিভবকরা। আবেদন একটাই, তড়িঘড়ি সার্টিফিকেট দিন। মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির অফিসেই থাকেন স্বপন পাল। স্বপনবাবু বলছিলেন, “গত এক সপ্তাহে প্রচুর ছাত্রী ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। এই প্রকল্প নিয়ে ছাত্রীরাও উৎসাহী।”
জেলা প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্যায়ে যারা প্রকল্পের আওতায় আসছে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টা চলছে। পরবর্তীকালে জেলা থেকে ছাত্রীদের নাম এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে। ব্যাঙ্কে কাজের চাপ থাকেই। তার উপরে তড়িঘড়ি এতগুলো জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে না? জেলার লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার (এলডিএম) সমরেন্দ্র সন্নিগ্রাহী বলছেন, “প্রথম পর্যায়ে যারা এই প্রকল্পের আওতায় আসছে, যত দ্রুত সম্ভব তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। ইতিমধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট খোলাও হয়েছে।”

জঙ্গলমহলে কন্যাশ্রী
প্রথম ধাপে ৩১৮ জন ছাত্রী
এলাকা উপভোক্তা
লালগড় ৩০
বেলপাহাড়ি ৩০
গোয়ালতোড় ২৪
শালবনি ৩০
মেদিনীপুরের (সদর) ২৭
ঝাড়গ্রাম ৩৯
নয়াগ্রাম ৩৬
গোপীবল্লভপুর-১ ২১
গোপীবল্লভপুর-২ ২১
সাঁকরাইল ৩০
জামবনি ৩০
 
পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.