চরমসীমা ৩১ অক্টোবর
জোড়া চাপেও অনড় আইওএ
ন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) জন্য নতুন সময়সীমা বেঁধে তাদের নির্বাসনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ এ দিন আইওএ কর্তাদের জানিয়ে দিলেন যে, তাঁরা আইওসি-র শর্ত না মেনে নিজেদের অবস্থানে অনড় থাকলে বর্তমান আইওএ ভেঙে তার বদলে একটি অ্যাড-হক কমিটি গড়া হবে। আইওসি-র কাছে তাঁরা এই প্রস্তাব রাখবেন বলেও জানিয়ে দেন ক্রীড়ামন্ত্রী।
বুয়েনস আইরেসে আইওসি-র সাধারণ সভায় আইওএ-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, শাস্তি পাওয়া সদস্য, চার্জশিট পাওয়া সদস্য এবং সত্তরোর্ধ্ব সদস্য আইওএ-র নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এই শর্ত মেনে চার্জশিট পাওয়া কর্তাদের বরখাস্ত করে সংশোধিত সংবিধান পেশ করার জন্য আইওএ-কে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আইওসি। সংশোধিত সংবিধান আইওসি অনুমোদন করলে নির্বাচন পর্ব শেষ করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে আইওএ।
দুর্নীতির দায়ে অভিযুক্ত সুরেশ কলমডী, ললিত ভানোট, ভি কে বর্মা, অভয় সিংহ চৌটালা, আর কে আনন্দ ও জগদিশ টাইটলাররা আইওএ-র সক্রিয় সদস্য। এঁদের রোখার জন্য আইওসি-র মতো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও এই নতুন নিয়ম তাদের সংবিধানে আনার চেষ্টা করছে। তবে ললিত ভানোট, অভয় সিংহ চৌটালা, আর কে আনন্দদের যা বক্তব্য, তাতে পরিষ্কার যে তাঁরা আইওসি-র চাপে মাথা নোয়াতে নারাজ। ভারতে সাধারণ নির্বাচনের যা নিয়ম, আইওএ-র নির্বাচনেও সেটাই মেনে চলবেন তাঁরা। অচলাবস্থার জন্য তাঁরা দায়ী করছেন আইওএ-র প্রাক্তন সাধারণ সচিব রনধীর সিংহ (যিনি ভারতে আইওসি-র একমাত্র প্রতিনিধি) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহকে। কর্তাদের দাবি, এই দু’জন মিলে আইওসি-কে ভুল বুঝিয়ে আইওএ-র এই অবস্থা করেছেন।
যা দেখে জোড়া অলিম্পিক পদকের মালিক, কুস্তিগির সুশীল কুমার এ দিন বলে ফেলেন, “এই অচলাবস্থা চললে রিও অলিম্পিকে আইওসি ভারতীয়দের অংশগ্রহণ করতে দিলেও সেটা করতে হবে দেশের পতাকা ছাড়া। ভেবে দেখুন, আমরা পদক জিতলাম আর জাতীয় পতাকা উড়ল না, জাতীয় সঙ্গীত বাজল না। ভাবতেই খারাপ লাগছে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.