মোগা-সুয়োকাকে ফিট সার্টিফিকেট ডাক্তারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চোট নিয়ে ধোঁয়াশা। তবুও রবিবার কলকাতা লিগে কালীঘাট এম এস-এর বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন সুয়োকা ও মোগা। শুক্রবার ‘ক্লোজড ডোর অনুশীলন’ শেষে দলের দুই নতুন বিদেশিকে ‘ফিট’ সার্টিফিকেট দিলেন ক্লাবের ডাক্তার শম্ভু সমাজদার। বলেন, “রবিবারের ম্যাচের আগে মেডিক্যালি ক্লিয়ার করে দিয়েছি সুয়োকা ও মোগাকে। কিন্তু রবিবার ওরা খেলতে পারবে কি না তা নির্ভর করছে কোচের ওপর।” ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা অবশ্য শনিবারের অনুশীলন দেখেই প্রথম দলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শুক্রবার লাল হলুদ অনুশীলন’ শেষে ব্রাজিলীয় কোচ বললেন, “এখনও প্রথম দল ঠিক করা হয়নি। শনিবারের অনুশীলনের পরেই ঠিক করব প্রথম দলে কী হবে।” মোগা ও সুয়োকার মতোই রবিবারের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী হরমনজোৎ সিংহ খাবড়া। “আস্তে আস্তে ভাল কন্ডিশনে ফিরছি। চোট অনেকটাই সেরে গিয়েছে। আশা করছি, রবিবারের ম্যাচ খেলতে অসুবিধা হবে না,” বলেন খাবড়া।
পুরনো খবর: এএফসিতে ফালোপার চিন্তা বল
|
ম্যাচ পেলেন রাজু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বোর্ড তাঁদের আগেই ফিরিয়ে নিয়েছিল। এ বার ম্যাচও পেয়ে গেলেন ষাটোর্ধ্ব ম্যাচ রেফারিরা। আসন্ন ভারত ‘এ’ বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ সিরিজে চারটে ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন রাজু মুখোপাধ্যায়। চারটে ম্যাচই হতে চলেছে বেঙ্গালুরুতে।
পুরনো খবর: রাজুরা ফিরলেন
|
তেনজিং, হিলারির নামে শৃঙ্গ |
বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয়ের ষাট বছর পর এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নামে দু’টি শৃঙ্গের নাম রাখতে চলেছে নেপাল। পর্বতারোহণে তাঁদের অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় সরকারের এক কমিটি। পর্যটন বিভাগের এক কর্তা জানিয়েছেন, এ নিয়ে আপাতত মন্ত্রিগোষ্ঠীর সিলমোহরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। হিমালয়ের যে শৃঙ্গটির নাম হিলারির নামে রাখা হবে, তার উচ্চতা ৭৬৮১ মিটার। আর তেনজিংয়ের নামে যে শৃঙ্গটির নামকরণ করা হবে তার উচ্চতা ৭৯১৬ মিটার। তবে এই দুই শৃঙ্গের কোনওটাতেই এখনও কোনও অভিযাত্রীর পা পড়েনি। ১৯৫৩-র ২৯ মে হিলারি ও তেনজিংয়ের এভারেস্ট জয়ের পর এখনও পর্যন্ত প্রায় ৪০০০ অভিযাত্রী এভারেস্ট চুড়া ছুঁয়েছেন। বরং অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, যে এভারেস্টে ভিড় নিয়ে রীতিমতো সরব পরিবেশবিদরা। তেনজিং-হিলারির কী হয়, তা বলে দেবে সময়ই। |