দুঃসময় কাটছে না
অনড় আইওসি, অলিম্পিকে সেই অনিশ্চিত সাইনারা
চার্জশিট প্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন না- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দেওয়া এই শর্ত ভারতীয় অলিম্পিক সংস্থা মানতে রাজি না হওয়ায় বহাল থাকল ভারতের অলিম্পিক-নির্বাসন। রিও গেমসে ভারতীয় অ্যাথলিটদের নামাটাও সেই অনিশ্চয়তায় ঘেরাই থেকে গেল।
এ দিন বুয়েনস আইরেসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় চার্জশিট প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে শর্তটি বাদ দিয়ে বাদবাকি সব শর্ত মেনে নিয়ে নিজেদের ‘আপস-ফর্মুলা’ পেশ করেছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। যা সটান নাকচ করে দেয় আইওসি। নিজেদের আবেদনে আইওএ জানিয়েছিল যে, তারা ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য আইওসি-র অন্য সব শর্ত মেনে নিলেও ‘চার্জশিট’-এর শর্তটি মানতে পারবে না। আইওএ-র যুক্তি ছিল, ভারতীয় আইনে চার্জশিট পাওয়া কর্তাদের দেশের সাধারণ নির্বাচন-সহ যে কোনও নির্বাচন লড়ার অধিকার রয়েছে। ফলে এ ব্যাপারে আইওসি-র শর্ত মানা তাদের পক্ষে সম্ভব নয়। অন্য দিকে, আইওসি-ও নিজেদের অবস্থানে অটল থাকে। তাদের সাফ বক্তব্য, অলিম্পিক মুভমেন্টের জন্য যে নিয়ম গোটা বিশ্বে চালু রয়েছে, সেটা ভারতকেও মেনে চলতে হবে। দু’পক্ষ কোনও ভাবেই এই একটা বিষয়ে একমত হতে না পারায় সাইনা নেহওয়ালের মতো ভারতীয় অ্যাথলিটদের জন্য এখনও সেই বন্ধই থেকে গেল রিও অলিম্পিকের দরজা।
যা নিয়ে এ দিন ক্ষোভের লাভাস্রোত দেশের প্রথম সারির খেলোয়াড়দের গলায়। এঁরা প্রত্যেকে আইওএ-কেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র প্রসাদও এঁদের পাশেই। এ দিন আইওসি-র সিদ্ধান্ত জানার পর তিনি বলেন, “আমি আগেও আইওসি-র পক্ষে ছিলাম। এখনও আছি। ফেডারেশনগুলো এবং আইওএ-তে স্বচ্ছতা এবং সুষ্ঠু প্রশাসন না থাকলে নির্বাসন কী করে উঠবে। একটা ব্যাপার তো স্পষ্ট, আইওসি তাদের নিয়মকানুন কোনও অবস্থাতেই বদলাবে না।”



আইওএ অকর্মণ্য লোকজনে
ভরে গিয়েছে। ওরা নিজেদের স্বার্থে
খেলাধুলোকে গাড্ডায় ফেলে দিতে চায়।


চার্জশিট পাওয়া বা অপরাধীরা কী করে
ক্রীড়াসংস্থায় থাকতে পারে? ওদের নিজেদেরই
সরে যাওয়া উচিত। আইওসি-কে বলতে হবে কেন?



আইওসি ঠিক কাজই করেছে। চোর, খুনি বা
চার্জশিট পাওয়া লোকেরা কেন ক্রীড়া সংস্থায় থাকবে?
ওদের দেখে অ্যাথলিটরা শিখবেই বা কী?


আইওসি-র নিয়ম গোটা বিশ্ব মানছে। তা হলে
আইওএ-র জন্য নিয়ম বদলাবে কেন? কড়া
প্রশাসক না হলে কোনও খেলাই এগোতে পারে না।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.