ঘরোয়া রাজনীতির পরিণতি
বাতিল ভারতীয় অলিম্পিক সংস্থা
ভারতীয় খেলাধূলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল মঙ্গলবার। তাদের তৈরি করে দেওয়া নিয়ম মেনে নির্বাচন না করায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) সাসপেন্ড করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিট ফল, নির্বাসন না উঠলে অলিম্পিক, এশিয়াড-সহ কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না ভারতীয় ক্রীড়াবিদরা। শুধু তাই নয়, এই সাসপেনশন জারি থাকলে আইওসি এ দেশের খেলাধুলার উন্নতির জন্য যে বিশাল আর্থিক অনুদান দেয় তা থেকেও বঞ্চিত হবে ভারত।
অলিম্পিকের ইতিহাসে সুশীলকুমার, বিজয়কুমার, সাইনা, মেরিকমরা এ বারই সবথেকে বেশি সাফল্য এনেছেন দেশের জন্য। খেলাধূলার আন্তর্জাতিক স্তরে ভারত যখন মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, তখনই নেমে এল কালো দিন! তবে আশার কথা একটাই। আইওসি-র এই রায় চূড়ান্ত নয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক উদ্যোগ নিয়ে এই রায়ের বিরুদ্ধে আবেদন করলে, শাস্তি উঠে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
পুরো ঘটনার জন্য দায়ী আই ও এ-র অভ্যন্তরীণ রাজনীতি। যাতে জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও। সব দেখে হতাশ ক্রীড়াবিদরা। তাঁরা আশঙ্কায় ২০১৬-র রিও অলিম্পিকে ভারত টিম নামাতে পারবে তো?
ভারতের ফিরে আসার তিন রাস্তা
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সক্রিয় হয়ে শাস্তির বিরুদ্ধে আবেদন জানাতে হবে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন করতে হবে আন্তর্জাতিক অলিম্পিক
কমিটির নিয়ম মেনে। সেখানে আইওসি পরিদর্শকের উপস্থিতি অপরিহার্য।
আইওসি-র সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং আইওএ-কে সমাধানসূত্র বের করতে হবে।
আইওএর নির্বাচন হওয়ার কথা আজ, বুধবার। বহু আগেই আন্তর্জাতিক কর্তারা অবশ্য জানিয়ে দিয়েছিলেন, স্বয়ংশাসিত সংস্থা আইওএ-র নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অলিম্পিক সনদ (গাইডলাইন) মেনে নির্বাচন না করলে ভারতকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। যা গুরুত্ব দেননি এ দেশের অলিম্পিক সংস্থার কর্তারা। আদালতের নির্দেশ অনুযায়ী, সরকারের তৈরি ‘স্পোর্টস কোড’ মেনেই নির্বাচন করতে চেয়েছিলেন তাঁরা।
ঝামেলার শুরু কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির নায়ক সুরেশ কলমডীর ঘনিষ্ঠ ললিত ভানোত আইওএ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব নির্বাচিত হওয়ায়। আর গোদের উপর বিষফোঁড়ার মত কাজ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে বক্সিং ফেডারেশনের অভয় সিংহ চৌটালার নির্বাচিত হওয়া। হরিয়ানার রাজনৈতিক এই নেতার বিরুদ্ধে দাঁড়ান আইওএর প্রাক্তন সচিব রণধীর সিংহ। যিনি আবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য। পরে রণধীর শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ভারতকে নির্বাসনে পাঠাতে রণধীরের হাত আছে বলে মনে করছেন অভয় সিংহ চৌটালা, বিজয় মলহোত্র গোষ্ঠী।
নির্বাচনের আগের দিন এত বড় শাস্তি পেয়ে মঙ্গলবার রাতেই দফায় দফায় বৈঠকে বসেন আইওএর কর্তারা। আইওএর হবু প্রেসিডেন্ট অভয় সিংহ চৌটালা বলেন, “জানি না আইওসি ভারতের বিরুদ্ধে কেন এত বড় সিদ্ধান্ত নিল। তবে আমি এখনও আশাবাদী, আইওসি আমাদের সঙ্গে কথা বলে নিজেদের সিদ্ধান্ত পাল্টাবে।” উল্টোদিকে রণধীর সিংহ বলছেন, “জানতাম এটাই ঘটতে চলেছে। এখন আমাকে দোষারোপ না করে আইওএ, আইওসি ও ক্রীড়ামন্ত্রক আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুক।” শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জারি করা ফতোয়া কী ভাবে তোলা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও।
এ দিকে, পুরো ঘটনায় চিন্তিত লন্ডন অলিম্পিকের পদকজয়ীরা। সুশীল কুমার বলছিলেন, “ভারতীয় অ্যাথলিটদের জন্য কালো দিন। জানি না কী হবে।” শুটার বিজয় কুমারের প্রশ্ন “রিওতে আমরা যেতে পারব তো?”
সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষাতেই রয়েছে গোটা দেশ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.