|
|
|
|
টাকার পতনে বড় ধাক্কা ভারতীয় গল্ফে
নিজস্ব প্রতিবেদন |
আর্থিক মন্দা আর টাকার ধারাবাহিক অবমূল্যায়নের জেরে ভারতের হাতছাড়া হয়ে গেল এ দেশের একমাত্র ইউরোপীয় ট্যুর গল্ফ ইভেন্ট, আভান্থা মাস্টার্স!
ভারতীয় অর্থনীতির বর্তমান বেহাল দশার মধ্যে তাদের পক্ষে আর ২৩ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের টুর্নামেন্টটি স্পনসর করা সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিল আভান্থা গোষ্ঠী। ইউরোপীয় ট্যুর কর্তৃপক্ষের সঙ্গে তারা চুক্তি নবীকরণ করছে না। ফলে কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ার জেতা টুর্নামেন্ট আগামী বছর আর হবে না বলেই ধরা হচ্ছে।
আভান্থা গোষ্ঠীর তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা চার বছর এই টুর্নামেন্ট স্পনসর করে বুঝেছি, বিশ্বের সেরা গল্ফারদের আকৃষ্ট করতে হলে টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়াতে হবে। কিন্তু ভারতীয় অর্থনীতির যা অবস্থা, তাতে সেটা করার আদর্শ সময় এখন নয়। তাই ইউরোপীয় ট্যুরের সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হচ্ছে না।” |
আভান্থা বন্ধ। চৌরাসিয়ার এই ছবি আর দেখা যাবে না। |
ইউরোপীয় ট্যুরে মার্চে আভান্থার সময়ে এখনও অন্য কোনও টুর্নামেন্ট ফেলা হয়নি। তবে ট্যুর কর্তৃপক্ষও স্বীকার করে নিয়েছেন, ভারতে টুর্নামেন্ট করা সম্ভব নয়।
ইউরোপীয় ট্যুরের পাশাপাশি এশীয় ট্যুর এবং ভারতের পেশাদার ট্যুর-এর অন্তর্গত আভান্থা মাস্টার্স দিল্লিতে শুরু হয়েছিল ২০১০-এ। পরের বছর, ২০১১-য় এই খেতাব জিতে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিলেন কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। চলতি বছরে রানার্স হন গগনজিৎ ভূল্লার। কিন্তু আর্থিক মন্দায় ঘরের কোর্সে এত বড় মাপের টুর্নামেন্ট খেলার সুযোগ হারালেন ভারতীয় গল্ফাররা। এশীয় ট্যুরের তিন ইভেন্ট, ইন্ডিয়ান ওপেন, সেল-এসবিআই ওপেন এবং প্যানাসনিক ওপেন এখনও থাকছে ভারতে। কিন্তু টাকার দাম আরও পড়লে, এগুলোও আর থাকবে কি না, সেটাই প্রশ্ন। |
|
|
|
|
|