পাল্টা মারে আস্থা নেই, কলেজ উদ্বোধনে এসে বললেন ব্রাত্য |
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
অধ্যক্ষ-অধ্যক্ষাদের মারধর এবং অন্য কোনও ধরনের হেনস্থা বরদাস্ত করবে না রাজ্য সরকার, শুক্রবার সিঙ্গুর কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফের এ কথা জানিয়ে দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি বললেন, “আমি মারে বিশ্বাস করি না। পাল্টা মারেও কোনও আস্থা নেই।”
সম্প্রতি রাজ্যের একাধিক কলেজে গোলমালের ঘটনায় রাজ্যপাল মন্তব্য করেছিলেন, অধ্যক্ষদের উপরে যারা চড়াও হয়, এমন ছাত্রদের পিটিয়ে ঠান্ডা করা উচিত। অধ্যক্ষের গায়ে হাত তোলার অধিকার কারও নেই। ব্রাত্যবাবু এ দিন সরাসরি রাজ্যপালের প্রসঙ্গ টানেননি। এ-ও বলেন, “কারও মন্তব্য নিয়ে কোনও কথা বলব না।” যদিও তাঁর বক্তব্যে রাজ্যপালের মন্তব্যকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সব পক্ষ। ব্রাত্যবাবু আরও বলেন, “কলেজে কোনও রকম অশান্তি বরদাস্ত করবে না সরকার।” |
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিপ্রতিমন্ত্রী বেচারাম মান্না এবং সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আপাতত পাঁচটি বিষয়ে ওই কলেজে অনার্স পড়া যাবে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া।
সিঙ্গুর মহামায়া বিদ্যালয়ের ঘর নিয়ে ওই কলেজ চালু হলেও শীঘ্রই কলেজের নিজস্ব ভবন তৈরি হবে বলে জানিয়েছেন উপস্থিত মন্ত্রীরা। চলতি বছরে একটি সরকারি অনুষ্ঠানে এসে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কলেজের শিলান্যাস করেছিলেন। ইতিমধ্যেই কলেজের জন্য সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেস-লাগোয়া এলাকায় জমি চিহ্নিত করেছে সরকার। প্রশাসনের একটি সূত্রের খবর, ভবনের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই অনুমোদন হয়ে গিয়েছে। দ্রুত কাজ শেষ হবে। অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী বলেন, “আমি চাই এই কলেজ প্রকৃত শিক্ষার অঙ্গন হয়ে উঠুক।”
|