টুকরো খবর
মিলল মৃত ২ নবজাতক
ফের অমানবিক ঘটনার সাক্ষী হল সল্টলেক। শুক্রবার পাঁচ নম্বর সেক্টরে রাস্তার ধারে একটি প্লাস্টিকে দুই যমজ সদ্যোজাতকে পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ২১৫এ বাসস্ট্যান্ড ও রিং রোডের মোড়ে। বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে দেখে পুলিশে খবর দেন। প্লাস্টিকে একটি পলিক্লিনিকের নাম লেখা ছিল। হাসপাতালে শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। সল্টলেকে এর আগেও সদ্যোজাত ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে বিধাননগর পূর্ব থানা এলাকায় খালপাড়ে একটি শিশুকে কেউ ফেলে গিয়েছিল। তার আগে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় সাই কমপ্লেক্সের কাছেও এক সদ্যোজাতকে ফেলে গিয়েছিল কেউ। সে ক্ষেত্রে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়। যদিও শুক্রবারের ঘটনায় তার অবকাশ ছিল না। হাসপাতাল সূত্রে খবর, জন্মানোর পরেই শিশু দু’টি মারা যায় বলে অনুমান চিকিৎসকদের। একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থাতেই হাসপাতালে আনা হয় তাদের। চিকিৎসক থেকে হাসপাতাল কর্মী সবারই দাবি, যাঁরা শিশু দু’টিকে ফেলে গেল, তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছাত্র-মৃত্যুতে ঘটনাস্থলে যেতে হবে ম্যাজিস্ট্রেটকে
এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তকারী এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশি হেফাজতে কী ভাবে ওই ছাত্রনেতার মৃত্যু হল, সিবিআই-কে দিয়ে তার তদন্ত করানোর আর্জি জানিয়ে তাঁর বাবা প্রণব গুপ্ত হাইকোর্টে মামলা করেছেন। তার ভিত্তিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই মামলার তদন্তকারী এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অকুস্থলে যাওয়ার নির্দেশ দেন। একটি বাতিস্তম্ভে ধাক্কা লেগে সুদীপ্তের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। কিন্তু প্রণববাবুর অভিযোগ, পুলিশের অত্যাচারেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং সেই জন্যই তিনি সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এ দিন হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল। প্রেসিডেন্সি জেলের কাছে পুলিশ যে-বাতিস্তম্ভকে চিহ্নিত করেছে, তদন্তকারী এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সেখানে গিয়ে সেটি দেখে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুরনো খবর:
প্রেসিডেন্সিতে অবস্থান বিক্ষোভ
প্রেসিডেন্সির চার শিক্ষাকর্মীর বদলির প্রতিবাদে অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) অমিত কুমার দে-র ঘরে শুক্রবার অবস্থান করলেন পড়ুয়ারা। ৩ সেপ্টেম্বর তিন জন গ্রুপ-ডি ও এক জন গ্রুপ-সি সহ চার জনের বদলির সরকারি নির্দেশ আসে প্রেসিডেন্সিতে। পড়ুয়াদের দাবি, ওই কর্মীরা প্রেসিডেন্সিতেই কাজ করতে চান। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। উপাচার্য বাইরে। তিনি ফিরে চিঠি দিলে মন্ত্রী কী উত্তর দেন, তা না দেখে ওঁদের ছাড়া যাবে না। ওএসডি-র পাশের ঘরেই ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সদস্যেরা পাল্টা দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, আগেও অনেক কর্মীই এখান থেকে সরকারি নিয়ম মেনে বদলি হয়েছেন। তাহলে ওই চার কর্মীর বদলির নির্দেশ আটকানো হচ্ছে কেন। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

ফের চুরি সল্টলেকে
পরপর দু’দিন চুরির পরে নড়েচড়ে বসেছিল পুলিশ প্রশাসন। তবুও আটকানো গেল না চুরি। সোম ও মঙ্গলবার রাতের পরে ফের শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের বিএইচ ব্লকের একটি বাড়িতে ঢুকে ২টি ল্যাপটপ ও নগদ তিন হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। পুলিশ জানায়, ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন গৃহকর্তা নিত্যগোপাল ভৌমিক (৬৫) ও তাঁর স্ত্রী শিপ্রাদেবী। তাঁদের অনুমান, ওই দুষ্কৃতী কোনও ভাবে দেওয়াল বেয়ে দোতলায় বারান্দার দিক থেকে ঘরে ঢুকে চুরি করে। এই চুরিগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, মূলত বয়স্কেরা যে সব বাড়িতে অথবা যে সময়ে একা থাকেন, সেই ক্ষেত্রগুলিকেই নিশানা করছে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, নিখুঁত ভাবে তথ্য জোগাড় করছে দুষ্কৃতীরা। সে সব সূত্র সামনে রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুরনো খবর:
তুঁতে খেয়ে আত্মঘাতী
গড়ফা থানা এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ অধিকারী (৩৫)। তিনি ঢাকুরিয়ায় ঝিল রোডের বাসিন্দা। পুলিশ জানায়, গত রবিবার দুপুরে তুঁতে খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। সেই দিনই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পরে শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি আত্মঘাতী হতে গিয়েছিলেন বলে পুলিশের অনুমান।

অধ্যক্ষাকে ‘হুমকি’
মহারানি কাশীশ্বরী কলেজের অধ্যক্ষাকে ফোনে ধমক ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক শশী পাঁজার বিরুদ্ধে। অধ্যক্ষার স্বামী নিখিল চক্রবর্তী বৃহস্পতিবার রাতে এ নিয়ে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শশীদেবীর বিরুদ্ধে। ঘটনাটি অবশ্য এক সপ্তাহ আগের। অভিযোগ অস্বীকার করে শশীদেবী বলেন, “আমি কোনও দিনই কাউকে হুমকি দিইনি। এটা আমার স্বভাব নয়।” পুলিশ জানায়, অভিযোগে নিখিলবাবু জানিয়েছেন, গত শনিবার বিধায়কের ‘ধমকে’র পরে বাড়ি গিয়ে সীমাদেবী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। লালবাজার সূত্রের খবর, পুলিশ এখনও ওই বিধায়কের বিরুদ্ধে মামলা শুরু করেনি।

ধর্ষণ, ছাত্র ধৃত
কলকাতার রিপন স্ট্রিটে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাঁশকুড়া এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ হামিদ (১৯)। ওই নাবালিকা ও হামিদ পরস্পরের পরিচিত। রিপন স্ট্রিটে দু’জনেই ভাড়া থাকত। মঙ্গলবার তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে নাবালিকার বাবা ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই ছাত্রটি তার পাঁশকুড়ার বাড়িতে পালিয়ে যায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.