রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বিবাহিত এক তরুণীকে ছুরিকাহত করার অভিযোগে ১ জনকে ধরেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মাথাভাঙার ছাটখাটের বাড়ি এলাকায়। পুলিশ ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে টুকু দাস নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করে। সাড়ে তিন বছর আগে তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে বিয়ে হয় পুষ্পর। পারিবারিক অশান্তির জেরে চার মাস ধরে তিনি বাপের বাড়িতে থাকতেন। রাতে ঘরে ঢুকে ওই ব্যক্তি ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে। প্রণয়ঘটিত কারণে ওই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের মত।
|
জল কমেনি ফুলহারে! বুধবারদিনও অসংরক্ষিত এলাকায় বিপদসীমার উপর দিয়েই বইছে ফুলহার নদী। সোমবারের তুলনায় মঙ্গলবার নদীর জলস্তর সামান্যই বেড়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। জলস্তর না কমায় মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়নি। বুধবার দুপুর থেকে ফুলহার ২৭.৬০ সেমি উচ্চতায় বইছে। যা অসংরক্ষিত এলাকায় লালসীমা ও সংরক্ষিত এলাকায় হলুদসীমার ১৭ সেমি বেশি।
পুরনো খবর: গঙ্গায় জল বাড়ছেই, ফের ফুঁসছে ফুলহার
|
স্কুলের অভিভাবক প্রতিনিধি ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় ফব কমীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ থানার রানিরহাটের শোলমারি হাইস্কুলে। ফব-র অভিযোগ, রানিরহাটে পার্টি অফিসে ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় তৃণমূল। জেলা কমিটি সদস্য হরিপদ অধিকারীর বাড়িতে ভাঙচুর করা হয়। বিধায়ক পরেশ অধিকারী বলেন, “পুলিশকে সব জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। হামলার অভিযোগ ঠিক নয় বলে দাবি করে তৃণমূলের মেখলিগঞ্জ ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত রায় বলেন, “কেপিপি-ফরওয়ার্ড ব্লকের মধ্যে গণ্ডগোল। রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে।”
|
বেহাল সুজাগঞ্জ-চাঁচল সড়ক সংস্কারের দাবিতে বুধবার ছ’ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। পঞ্চায়েত প্রধান এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। |