কয়লা দুর্নীতি
সিবিআইয়ের সামনে হাজির হোন মনমোহন, দাবি বিজেপির
য়লা দুর্নীতির তদন্তে খোদ প্রধানমন্ত্রীকে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে বলে এ বার দাবি বিজেপির। প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, কয়লা মন্ত্রকের হারানো ফাইল খোঁজা হচ্ছে বলে প্রধানমন্ত্রী কবুল করেছেন। তা হলে তিনি এফআইআর দায়ের করে নিজেই সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না কেন? স্পষ্টতই, ভোটের আগে দুর্নীতি প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সুষমা স্বরাজ-অরুণ জেটলিরা।
আজ তাই সিবিআইয়ের তদন্তকারী অফিসার কে আর চৌরাশিয়ার মন্তব্য উদ্ধৃত করে সংসদ তোলপাড় করে বিজেপি। এই অফিসারই সিবিআইয়ের ডিরেক্টরকে জানিয়েছিলেন, কয়লা কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্তের জন্য প্রধানমন্ত্রীকেও জেরা করা প্রয়োজন। কিন্তু শীর্ষ কর্তা সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই আজ নতুন উদ্যমে সংসদে তেড়েফুঁড়ে নামে বিজেপি। ফাইল নিখোঁজ নিয়ে এফআইআর দায়ের ও প্রধানমন্ত্রীকে সিবিআইয়ের জেরার দাবি তোলে তারা।
সংসদ সুষ্ঠু ভাবে চালানোর জন্য খোদ প্রধানমন্ত্রীই গত রাতে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে পেনশন বিল, জমি বিলের মতো বিলগুলি পাশ করানোর ব্যাপারে বিজেপির সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কিন্তু বিজেপি নেতারাও জানিয়ে দেন, কয়লা দুর্নীতি নিয়ে আলোচনা ছাড়া কোনও বিলে সহযোগিতা সরকার যেন আশা না করে। এর পর আজ বিরোধীদের দাবি উপেক্ষা করেই সরকার লোকসভায় পেনশন বিল পাশের তোড়জোড় শুরু করতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। তখন পি চিদম্বরম, কমল নাথরা ফের ছোটেন আডবাণী-সুষমাদের সঙ্গে বৈঠক করতে। বিজেপির অনড় মনোভাব দেখে সরকার শেষ পর্যন্ত সংসদের দুই কক্ষে কয়লা নিয়ে আলোচনায় রাজি হয়।
বিজেপি নেতারা অবশ্য স্থির করে ফেলেছিলেন, কয়লা দুর্নীতি এমন একটি বিষয়, যাতে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানো যায়। এর আগে কমনওয়েলথ, টু-জি নিয়ে যত দুর্নীতি হয়েছে, তার দায় প্রধানমন্ত্রী সুকৌশলে শরিক বা দলের অন্য নেতাদের ঘাড়ে ঠেলে দিয়েছেন। কিন্তু কয়লা দুর্নীতি হয়েছিল মনমোহন সিংহ সেই মন্ত্রকের দায়িত্বে থাকার সময়েই। তবে কমল নাথদের অভিযোগ, বিলগুলি পাশ করানোর জন্য বিজেপি নেতৃত্বেরই একাংশ আগে সম্মত হয়েছিলেন। কিন্তু এখন দলে অভ্যন্তরীণ কোন্দলের ফলে তাঁরা বেঁকে বসছেন।
বিজেপির অন্দরের অনৈক্য সত্ত্বেও সুষমা ও জেটলি আজ একটি যৌথ বিবৃতি জারি করেন। তাতে তাঁরা বলেছেন ফাইল তো আর পায়ে হেঁটে উধাও হয়ে যায় না। সেটি চুরি গিয়েছে। আগে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জায়সবাল দাবি করেন, শুধু নাকি এনডিএ জমানারই ফাইল গায়েব হয়েছে। এখন দেখা যাচ্ছে, কংগ্রেস জমানায় যাঁদের অসাধু সুবিধা দেওয়া হয়েছে, সে সব ফাইলও উধাও।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.