টুকরো খবর
বধূ নির্যাতনের নালিশ কেন্দায়
স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পুরুলিয়ার কেন্দা থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এক বধূ। অভিযোগকারিণী ভারতী মাহাতোর শ্বশুরবাড়ি কেন্দা থানার চাঁদড়া গ্রামে। এই থানার পদুডি গ্রামে তাঁর বাপের বাড়ি। লিখিত অভিযোগে ভারতীদেবী দাবি করেছেন, সাত বছর আগে তাঁর বিয়ে হয়েছে। চার ও দুই বছরের দু’টি মেয়ে আছে তাঁর। বিয়ের পর থেকেই স্বামী প্রিয়রঞ্জন ও শাশুড়ি ননীবালা মাহাতো বিভিন্ন অজুহাতে তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এমনকী ঠিকমতো খেতেও দেওয়া হয় না বলে অভিযোগ ওই বধূর। তাঁর আরও দাবি, এক সপ্তাহ আগে তাঁর স্বামী লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। তার পর থেকে তাঁর উপরে নির্যাতনের মাত্রা বেড়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ভারতীদেবীর স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

বধূর ঝুলন্ত দেহ
শ্বশুরবাড়ি থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ মিলল এক বধূর। রানিবাঁধ থানার কেশিয়া হলুদকানালি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম গোপা মণ্ডল (৩৭)। সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আঠারো আগে কেশিয়া হলুদকানালি গ্রামের বাসিন্দা, পেশায় ওষুধের দোকানদার উত্তম মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল ঘাঘরা হলুদকানালি গ্রামের বাসিন্দা গোপাদেবীর। ওই দম্পতির ১৬ বছরের একটি মেয়ে ও ১২ বছরের এক ছেলে রয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বধূর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে ওই বধূর মৃত্যুর সঠিক কারণ কী।

আড়শায় বোর্ড গড়ল তৃণমূল
আড়শা পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়ল তৃণমূল। দীর্ঘদিন পরে এই পঞ্চায়েত সমিতিতে একক ভাবে ক্ষমতায় এল কোনও একটি রাজনৈতিক দল। মোট ২৩ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল একাই পেয়েছে ১৩টি। কংগ্রেস ১টি, ফরওয়ার্ড ব্লক ১টি এবং সিপিএম ৮টি আসন পায়। মঙ্গলবার সমিতির সভাপতি পদে তৃণমূলের পাশাপাশি সিপিএম-ও প্রার্থী দেয়। আড়শার বিডিও মাধব বিসাই জানিয়েছেন, তৃণমূলের প্রার্থী তুষ্টরানি রাজোয়াড় সভাপতি নির্বাচিত হন। তাঁর পক্ষে ১৫টি ভোট পড়েছে। সিপিএমের হয়ে যিনি প্রার্থী হয়েছিলেন, সেই ভানু মণ্ডল পান ৮টি ভোট। এ বার এই পদটি মহিলা তফশিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। সহ-সভাপতি হয়েছেন শেখ সালে মহম্মদ।

কবিতা মেলা
চারণকবি বৈদ্যনাথের ৮১ তম জন্মদিবস উপলক্ষে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে মঙ্গলবার আয়োজিত হল কবিতা মেলা। উদ্বোধন করেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত কবিদের কবিতা পাঠের পাশাপাশি ছিল চারণকবির নামাঙ্কিত পুরস্কার প্রদান, স্মারক বক্তৃতা, কবির গানের নৃত্যালেখ্য, আবৃত্তি। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজক যদুভট্ট মঞ্চ কমিটি ও ‘চারণকবি বৈদ্যনাথ সাহিত্য অ্যাকাডেমি’।

যুবক নিখোঁজ
সাত দিন কেটে গেলেও মানবাজার থানার বেলডি গ্রামের বছর বাইশের যুবক শঙ্কর মাহাতোর হদিস মেলেনি। ২৭ অগস্ট লাগোয়া পুঞ্চা থানার সরগড়া গ্রামে গিয়েছিলেন। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই যুবকের বাড়ির লোকেরা।

পুরুলিয়ায় সুব্রত মুখার্জী কাপ
ছবি: সুজিত মাহাতো।
সুব্রত মুখার্জী কাপ স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠল বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়, পুরুলিয়া জেলা স্কুল এবং ঝালদার কুটিডি উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার ফুলচাঁদ স্কুল ৪-৩ গোলে হারায় হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়কে। পুরুলিয়া জেলা স্কুল ১-০ গোলে পুরুলিয়া টাউন হাইস্কুলকে এবং কুটিডি ১-০ গোলে মানভূম ভিক্টোরিয়া ইন্সস্টিটিউশনকে পরাজিত করেছে। অন্য দিকে, আজ বুধবার হুড়া উচ্চ বিদ্যালয় খেলবে পুঞ্চার ন’পাড়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক নুরউদ্দিন হালদার জানিয়েছেন, এই খেলায় যে দল জয়ী হবে, তারাই সেমিফাইনালে যাবে। প্রতিযোগিতার সেমিফাইনাল খেলাগুলি আজ অনুষ্ঠিত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.