এ বার দ্বন্দ্ব অনুব্রতর অনুগামীদের মধ্যেই |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
|
খয়রাশোলের পর এ বার দুবরাজপুর। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির দখল তৃণমূল নিলেও মঙ্গলবার দুপুরে ভোটাভুটির মাধ্যমেই নির্বাচিত হলেন সভাপতি। তবে খয়রাশোলের সঙ্গে দুবরাজপুরের পার্থক্য একটাই। খয়রাশোলে সভাপতি নির্বাচনকে ঘিরে ভোটাভুটি হয়েছিল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর বিরোধী গোষ্ঠীর মধ্যে। কিন্তু দুবরাজপুরের ক্ষেত্রে সেটা হল অনুব্রত মণ্ডলের অনুগামীদের নিজেদের মধ্যেই। সেই লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়েছে। ভোটাভুটির সময় উপস্থিত নির্বাচিত পঞ্চায়েত সমিতির ২৪ সদস্যের মধ্যে ১৩টি ভোট পেয়ে সভাপতি হন তনুশ্রী ঘোষ। সভাপতি পদের অন্যতম দাবিদার সামিমা বেগম পান ১১টি ভোট। অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। |
ভিতরে চলছে সভাপতি নির্বাচন। বাইরে ১৪৪ ধারা জারি। —নিজস্ব চিত্র |
প্রশাসন সূত্রের খবর, ২৯টি আসনের দুবরাজপুর পঞায়েত সমিতির ২২টি আসন পেয়েছিল তৃণমূল। ৫টি আসন পেয়েছিল সিপিএম। বাকি একটি করে আসন পায় কংগ্রেস ও নির্দল(বিক্ষুব্ধ তৃণমূল)। এ দিন সভাপতি নির্বাচনের সময় একজনও সিপিএমের নির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন না। তবে ভোটাভুটির পর্ব মিটতেই তাঁরা এসে শপথ নেন। সিপিএম ভোটাভুটিতে যোগ না দিলেও কংগ্রেস এবং নির্দল সদস্যরা উপস্থিত ছিলেন। দুবরাজপুর ব্লকের বিডিও কুণাল বন্দ্যোপাধ্যায় (যিনি এ দিন মহকুমাশাসকের প্রতিনিধি হিসাবে প্রিসাইডিং অফিসারের ভূমিকা পলন করেন) বলেন, “নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে থেকে সভাপতি পদের জন্য দু’টি নাম প্রস্তাব করেছিলেন দুই নির্বাচিত সদস্য। আরও দুই সদস্য সেই নামগুলি সমর্থন করেছিলেন। ১৩-১১ ভোটে জেতেন প্রস্তাবিত এক সদস্য তনুশ্রী ঘোষ।”
প্রসঙ্গত, খয়রাশোল পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৬। তার মধ্যে ২৪টি আসনই তৃণমূলের দখলে। বাকি দু’টি সিপিএম পেয়েছে। নিয়ম অনুযায়ী দলের নির্দেশ মেনে সভাপতি নির্বাচিত হওয়ার কথা। কিন্তু সোমবার ভোটাভুটির সময় ২৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২১ জন। খয়রাশোল পঞ্চায়েতের বোর্ড গঠন করার মতোই পঞ্চায়েত সমিতির সভাপতি পদে কে বসবেন তাই নিয়ে প্রকাশ্যে বিরোধ বাধে নিহত অশোক ঘোষ ও খুনে অভিযুক্ত অশোক মুখোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে। গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে গিয়েছে যে, খয়রাশোলে দুই গোষ্ঠীর তরফে দুই দলনেতাও ঠিক করা হয়। তাঁরা হলেন নিহতের অনুগামী অজিত ধীবর। অন্য গোষ্ঠীর দলনেতা গৌতম মণ্ডল। শেষ পর্যন্ত নিহত নেতার অনুগামীই জেতেন।
খয়রাশোলের পুনরাবৃত্তি না হলেও দুবরাজপুরের ক্ষেত্রে জেলা সভাপতির অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল কেন? তৃমমূল সূত্রের খবর, নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদের জন্য বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করলেও শেষ বেলায় এসে তনুশ্রী এবং সামিমার নামই বেশি শোনা যাচ্ছিল। তনুশ্রী ঘোষ ছিলেন দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের প্রস্তাবিত। অন্য দিকে, সামিমা বেগম ছিলেন শেখ গিয়াসউদ্দিন নামে এলাকার এক দাপুটে নেতার স্ত্রী। যাঁর কাঁধে ভর দিয়ে পদুমা, লোবা-সহ দুবরাজপুর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কমপক্ষে ৩টিতে ভাল ফল করেছিল দল। নিজের স্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনতে সক্ষম হয়েছিলেন গিয়াসউদ্দিন। তাই স্ত্রীকে সভাপতি পদে বসাতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সে কথা দলের পক্ষ থেকে মানা হয়নি বলেই খবর। আর সেই কারণেই ভোটাভুটি। যদিও প্রকাশ্যে এ নিয়ে মুখ খলতে চাননি গিয়াসউদ্দিন। তিনি শুধু বলেন, “নির্বাচিত সদস্যদের মধ্যে বেশ কিছুজন চেয়েছিলেন সামিমা সভাপতি পদে বসুন। তাঁরাই ভোটভুটি চেয়েছেন। এর থেকে বেশি কিছু বলব না।”
অন্য দিকে, তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রও বিষয়টি নিয়ে সংযত থেকেছেন। তিনি বলেন, “ভোটাভুটির বিষয়টিকে অস্বীকার করা যাবে না। তবে দলের তরফে তনুশ্রী ঘোষের নামই প্রস্তাব করা হয়েছিল। নির্বাচিত সদস্যদের মতে তিনি জেতায় খুশি।” আর সদ্য পঞ্চায়েত সমিতির সভপতি তনুশ্রী ঘোষ অবশ্য বলেন, “দলের ইচ্ছেতেই সব কিছু হয়েছে। ভাল লাগছে। মন দিয়ে কাজ করতে চাই। তবে ভোটাভুটির মাধ্যমে সেটা হবে জানা ছিল না।”
|
কোন সমিতিতে কে |
পঞ্চায়েত সমিতি |
সভাপতি |
বোর্ড |
মুরারই ১ |
ধীমান সাহা |
কংগ্রেস-তৃণমূল |
মুরারই ২ |
আলি রেজা মণ্ডল |
বামফ্রন্ট |
নলহাটি ১ |
হালিমা বেগম |
বামফ্রন্ট |
নলহাটি ২ |
রেজাউল হক |
বামফ্রন্ট |
রামপুরহাট ১ |
পম্পা মুখোপাধ্যায় |
তৃণমূল |
রামপুরহাট ২ |
দৌলতউন্নেসা |
কংগ্রেস-তৃণমূল |
মহম্মদবাজার |
মাধবী বাগদি |
বামফ্রন্ট |
ময়ূরেশ্বর ১ |
ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
তৃণমূল |
ময়ূরেশ্বর ২ |
কল্যাণী দাস |
তৃণমূল |
সাঁইথিয়া |
সোমনাথ সাধু |
তৃণমূল |
লাভপুর |
কাবেরিকা গুঁই |
তৃণমূল |
নানুর |
চিন্তা মাঝি |
তৃণমূল |
বোলপুর-শ্রীনিকেতন |
বাবুলাল হাঁসদা |
তৃণমূল |
ইলামবাজার |
নবকুমার ধীবর |
তৃণমূল |
সিউড়ি ১ |
টুম্পা ভাণ্ডারী |
তৃণমূল |
সিউড়ি ২ |
টুনু দে |
তৃণমূল |
রাজনগর |
সুকুমার সাধু |
তৃণমূল |
দুবরাজপুর |
তনুশ্রী ঘোষ |
তৃণমূল |
খয়রাশোল |
অসীমা ধীবর |
তৃণমূল |
|