অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সন্দেশখালি থানার কালিনগরের ঘোষপুর গ্রামে। পুলিশ জানায়, মৃত ছাত্রীর নাম দেবশ্রী মণ্ডল (২১)। কালিনগর কলেজের বিএসসি তৃতীয় বষের্র ছাত্রী ছিল সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেবশ্রীর বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। ময়না-তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
|
পঞ্চায়েত প্রধানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পঞ্চায়েত প্রধানের। সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম বিমল কৃষ্ণ বিন্দু (৫৫)। সিপিএমের পক্ষ থেকে সন্দেশখালির সেহেরা-রাধানগর পঞ্চায়েতে সদ্য প্রধান পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
|
চিকিৎসককে ‘হেনস্থা’, ধৃত ২ |
হাসপাতালে ঢুকে এক চিকিৎসককে মারধর ও হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। মঙ্গলবার বারাসত আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, সোমবার রাতে মধ্যমগ্রাম হাসপাতালে মৃত্যু হয় তপসিয়ার বাসিন্দা শেখ ফারুক (৪৯) নামে এক ব্যক্তির। অভিযোগ, ময়না-তদন্ত ছাড়াই দেহ ছেড়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দেয় মৃতার পরিবার। এক চিকিৎসক তন্ময় ভদ্র অভিযোগ করেন, মৃতার পরিবারের ওই কথায় রাজি না হওয়ায় তাঁকে মারধর ও হেনস্থা করা হয়। হামলায় স্থানীয় তৃণমূল নেতারাও যুক্ত ছিলেন বলেও অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের কার্যালয়ের সম্পাদক অজয় পাল বলেন, “সব অভিযোগ মিথ্যে। আমরা গিয়ে সমস্যা মেটাই।” |