ধুলিয়ান পুরসভার তিন সিপিএম সদস্য সোমবার তৃণমূলে যোগ দিতেই শাসকদলে অর্ন্তদ্বন্দ্ব শুরু হল। ২০১০-এর পুর ভোটে তৃণমূল কোনও আসন পায়নি। চলতি বছরের এপ্রিলে নয় কংগ্রেস সদস্য ও একজন ফরওয়ার্ড ব্লক সদস্য তৃণমূলে নাম লেখান। ফলে ১৯ আসনের ওই পুরসভায় বোর্ড গড়ে তৃণমূল। পুরপ্রধান হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা তুষারকান্তি সেন। উপ পুরপ্রধান হন দিলীপ সরকার। সোমবার সিপিএমের তিন সদস্যকে দলে পেয়ে দিলীপবাবু বলেন, “সিপিএম কাউন্সিলারদের সঙ্গে পরামর্শ করে কাজ করছেন তুষারকান্তি সেন। সিপিএম সদস্যরা আমাদের সঙ্গে আসায় আর সহ্য করা হবে না। দলীয় নেতৃত্ব না সরালে আমারাই তাঁকে সরিয়ে দেব।” তুষারবাবু অবশ্য বলেন, “দলের উর্দ্ধে উঠে কাজ করেছি। প্রত্যেক ওয়ার্ডের জন্য সমান অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি কাজের বরাত দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে। স্বচ্ছতার সঙ্গে বোর্ড চালানোর জন্য যাঁদের স্বার্থে ঘা লেগেছে তাঁরাই আমাকে সরাতে তত্পর।” পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের দ্বন্দ্বের প্রশ্নে জেলা তৃণমূল নেতৃত্ব দ্বিধাবিভক্ত। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা তুষারবাবুর পাশে দাঁড়িয়ে বলেন, “পুরপ্রধান ভাল কাজ করছেন। তাঁকে সরানো হবে না।” তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি হুমায়ুন কবীর বলেন, “পুর প্রধানের কাজে কাউন্সিলাররা সন্তুষ্ট নন। বিষয়টি মুকুল রায়কে জানানো হবে।”
|
অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কান্দির কুমারসন্ত গ্রাম থেকে আরিফ হোসেন নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, আরিফ ভারতে এসে জাল পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি করে পশ্চিম এশিয়ায় কাজ করতে যাওয়ার জন্যও পরিকল্পনা করেছিল। পুলিশ আরিফকে সাহায্যকারী সারুল শেখ নামে এক যুবককেও ধরেছে। কান্দি থানার আইসি কৌশিক ঘোষ বলেন, “ধৃতদের আদালতে তোলা হয়েছে। বাকিদের তল্লাশি শুরু হয়েছে।
|
লরি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক চালকের। সোমবার হরিণঘাটা থানার বিরোহীর ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম রানা মণ্ডল (১৯)। তিনি হরিণঘাটা থানার বাইশপুকুর এলাকার বাসিন্দা। এ দিন সকালে বিরোহী বাজার থেকে বাইকে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।
|
জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার কান্দি থানার মারোরা গ্রামের এই ঘটনায় মৃতের নাম উত্তম বাগদি (৩৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন জমির কাজ সেরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
ছুটে বেড়াই
|
দুপুরবেলা কাশের বনে। ছবি: গৌতম প্রামাণিক। |
|