সংস্কৃতি যেখানে যেমন

জন্মদিন পালন
গত ২২ অগস্ট বহরমপুর ঋত্বিক সদনে ও কান্দির জেমোতে ‘রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সার্ধশতজন্মবর্ষ উদযাপন করা হয়। উদ্যোক্তা ‘রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সার্ধশতজন্মবর্ষ উদযাপন কমিটি’। ওই দিন কান্দির রামেন্দ্রসুন্দর স্মৃতি পাঠাগারের থেকে প্রভাত ফেরি শুরু করে শেষ হয় জেমোর রাজবাড়িতে। বিকালে বহরমপুর ঋত্বিক সদনে রামেন্দ্রসুন্দরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ঐতিহাসিক জহর সেন ও কলকতা বিশ্ববিদ্যালয়ের অধাপক শ্যমল চক্রবর্তী। প্রকাশিত হয় ১৯০৫ সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সমর্থনে রামেন্দ্রসুন্দরের লেখা ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’র পরিমার্জিত ও পুনর্মূদ্রিত সংস্করণ। সম্পাদনা প্রকাশ দাস বিশ্বাস। রামেন্দ্রসুন্দরের জীবনচরিত নিয়ে প্রকাশ দাস বিশ্বাসের লেখা পুস্তিকাও ওই অনুষ্ঠানে প্রকাশিত হয়। দু’টি পুস্তিকারই প্রচ্ছদ ও অলঙ্করণ কৃষ্ণজিত্‌ সেনগুপ্ত।

সাহিত্যপাঠের আসর
‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৬৭তম মাসিক সাহিত্যপাঠের আসরটির প্রথম পর্ব রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সার্ধশতজন্মবর্ষ হিসাবে উদযাপন করা হয়। গত রবিবার বহরমপুর শহরের রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ওই অনুষ্ঠানে রামেন্দ্রসুন্দরের জীবনও কর্ম নিয়ে আলোচনা করেন ৬ জন কবি-সাহিত্যিক। বর্তমান প্রজন্মের জন্য রামেন্দ্রসুন্দরের জীবন ও কর্ম নিয়ে পুস্তক রচনা করে সরকারি ভাবে বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হবে বলে ওই অনুষ্ঠান থেকে প্রস্তাব নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৪০ জন কবি ও লেখক তাঁদের রচনা পাঠ করেন।

জন্মসার্ধশতবর্ষ পালন
গত ২৫ অগস্ট উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্মের সার্ধশতবর্ষ উদযাপন করল নবদ্বীপ বিদ্যার্থী মণিমেলা। অনুষ্ঠানটি হয় নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাগৃহে। উপেন্দ্রকিশোরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি তাপস পাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপেন্দ্রকিশোরের লেখা গল্প ও কবিতা পাঠ করে বিদ্যার্থী মণিমেলা ও সমস্বরের ছোটরা। ওই অনুষ্ঠানে বিদ্যার্থী মণিমেলার পক্ষ থেকে উপেন্দ্রকিশোরের জীবন ও কর্মের উপর একটি সুদৃশ্য রঙিন ফোল্ডার প্রখাস করা হয়।

পাঠচক্র
‘ছাপাখানার গলি’ আয়োজিত ১৯তম পাঠচক্রে দিলীপকুমার রায়ের লেখা ‘ছায়াপথের পথিক’ নিয়ে আলোচনা করেন সন্দীপন মজুমদার। পাকিস্থানের লেখক মহসীন হামিদ রচিত ‘মথ স্মোক’ উপন্যাসের উপর আলোচনা করেন দেবকুমর সোম। গত ১৭ অগস্ট পাঠচক্রটি অনুষ্ঠিত হয় বহরমপুর শহরের গোরাবাজার এলাকায় কবি নীলিমা সাহার আবাসন ‘গোল্ডেন স্প্রিং’-এ।

আলোচনাসভা
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাগৃহে গত ২১ অগস্ট অনুষ্ঠিত হয় ‘স্বামী বিবেকান্দের ইতিহাস চেতনা ও সমাজ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। আলোচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার (গোলপার্ক)-এর প্রধান স্বামী চন্দ্রকান্তানন্দজী মহারাজ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.