|
|
|
|
আশ্বাস সাংসদের |
নিমতৌড়িতে মহিলা কলেজ আগামী বছরেই |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুকের নিমতৌড়িতে শহিদ মাতঙ্গিনী হাজরা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ক্লাস শুরু হবে আগামী ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকেই।
তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে উন্নয়নের খতিয়ান নিয়ে মঙ্গলবার এক বই প্রকাশ অনুষ্ঠানে একথা ঘোষণা করেন সাংসদ শুভেন্দু অধিকারী। শহরের শালগেছিয়ায় নবনির্মিত সুবর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি ২০১২-১৩ আর্থিক বছরে তমলুক ও হলদিয়া মহকুমায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সম্বলিত ছিয়ানব্বই পাতার একটি বই প্রকাশ করেন। |
|
কাজের খতিয়ান দিচ্ছেন শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র। |
এ দিন সুবর্ণজয়ন্তী ভবন প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উদ্বোধন ও তমলুক শহরের রাধাবল্লভপুর থেকে স্টীমারঘাট হয়ে দক্ষিণচড়া শঙ্করআড়া পর্যন্ত বাইপাস সড়ক তৈরির কাজের শিলান্যাসও করেন। অনুষ্ঠানে এসে শুভেন্দুবাবু জানান, “তমলুকের নিমতৌড়িতে প্রস্তাবিত জেলা প্রশাসনিক ভবনের চত্বরে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট গার্লস কলেজ ভবন নির্মাণের জন্য ৬ একর জমি চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। কলেজ তৈরিতে ব্যয় হবে আনুমানিক ৩২ কোটি টাকা। প্রথম পর্যায়ে রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী শিক্ষাবর্ষেই ক্লাস শুরু হবে।”
উল্লেখ্য, চলতি বছরেই পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে এক অনুষ্ঠানে প্রস্তাবিত ওই মহিলা কলেজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ ছাড়াও এ দিন শুভেন্দুবাবু দুর্ঘটনায় আহতদের চিকিত্সার জন্য হলদিয়ার সিটি সেন্টারের কাছে ভবানীপুরে ট্রমা হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে জানান। এর জন্য আনুমানিক ৪২ কোটি টাকা খরচ হবে। ওই হাসপাতাল তৈরির কাজে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৫ কোটি এবং বাকি টাকা দেবে হলদিয়া উন্নয়ন পর্ষদ ও রাজ্য সরকার। শুভেন্দুবাবু জানান, নন্দীগ্রাম বাজারের কাছে বাইপাস রাস্তার জমি অধিগ্রহণের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে ইতিমধ্যে ২ কোটি ১৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তা ছাড়াও তমলুক শহরের রাধাবল্লভপুর থেকে নিমতলা মোড় পর্যন্ত হলদিয়া-মেচেদা সড়কের ধারে আলোর জন্য ২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ।
এ দিন প্রকাশিত বই শুভেন্দু অধিকারী সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় নিজের লোকসভা কেন্দ্র তমলুকের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী ও তমলুক, হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ও হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার পদস্থ আধিকারিকরা। |
|
|
|
|
|