পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে শ্যামপুরের জানাপাড়ায় শ্যামপুর-গড়চুমুক রোডে। পুলিশ জানায়, শেখ মইদুল আলি (২৯) নামে ওই যুবক থাকতেন শ্যামপুরের মামুদপুরে। পুলিশ জানায়, অটোয় চড়ে নিমন্ত্রণ যাচ্ছিলেন মইদুল। ভিড় থাকায় বাইরের দিকে ঝুলে ছিলেন। আচমকাই পড়ে যান তিনি ও আর এক যাত্রী। উল্টো দিক থেকে একটি ম্যাটাডোর মইদুলকে পিষে দেয়। আহত অন্য যাত্রী চিকিৎসাধীন।
|
আধিকারিককে গ্রেফতারের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • গুড়াপ |
গুড়িয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণে অনুপস্থিত থাকায় মঙ্গলবার দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল চুঁচুড়া আদালত। তাঁরা হলেন হুগলি জেলা সমাজকল্যাণ আধিকারিক রমা সামন্ত এবং ধনেখালির তৎকালীন ভারপ্রাপ্ত বিডিও অশোক সরকার। ২০১২ সালের ১১ জুলাই গুড়াপের ‘দুলাল স্মৃতি সংসদ’ হোমের পাঁচিলের পাশের মাটি খুঁড়ে মানসিক ভারসাম্যহীন আবাসিক যুবতী গুড়িয়ার পচাগলা দেহ উদ্ধার হয়। সোমবার সেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রমাদেবী গুড়িয়া-কাণ্ডের মূল অভিযোগকারী। অশোকবাবুও ওই ঘটনার অন্যতম অভিযোগকারী।
পুরনো খবর: হোমকর্তার নামে খুনের অভিযোগ |
সাত তলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে জিটি রোডের পাশে বঙ্গবাসী সিনেমার কাছে দুলাল সেন মার্কেটে। পুলিশ জানায়, মৃত দেবাশিস সেন (৪২) মধ্য হাওড়ার বৈকুণ্ঠ চ্যাটার্জি লেনের বাসিন্দা। পুলিশ জানায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মার্কেটটি তাঁদের পরিবারের হওয়ায় এ দিন তিনি ছাদে ঘুরতে যান। হাওড়ার এডিসি (সাউথ) অঞ্জলি সিংহ জানান, ওই ব্যক্তি ছাদ থেকে পড়ে গিয়েছেন না আত্মঘাতী হয়েছেন তা এখনও পরিষ্কার নয়। |
রবিবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের এ গ্রুপের আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ও রাগপুর সবুজ সঙ্ঘের খেলাটি ২-২ গোলে শেষ হয়েছে। বিদ্যুতের পক্ষে দু’টি গোলই করেন দীপঙ্কর পোড়েল। রাগপুরের পক্ষে গোল দু’টি করেন সুজন মালিক এবং সুরজিৎ পোড়েল। লিগের খেলাগুলি এখনও চলছে।
|