খোঁজ পাওয়া গিয়েছে পিরামিডের। একটা দু’টো নয়, একেবারে ১৭টা পিরামিডের। সৌজন্যে সারা পারাক। হারিয়ে যাওয়া মিশরীয় সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বার করাই যাঁর কাজ।
পেশায় প্রত্নতত্ত্ববিদ।
|
প্রত্নতত্ত্ববিদ
সারা পারাক। |
তবে নিজেকে মহাকাশ প্রত্নতত্ত্ববিদ বলতেই পছন্দ করেন সারা। কারণ আর পাঁচ জন প্রত্নতত্ত্ববিদের মতো বালি খুঁড়ে, নিদর্শন খোঁজার চেষ্টা করেন না। বরং তার বদলে একটা অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। মাটির নীচে কোনও খনি বা বাঙ্কার আছে কি না তা জানতে সেনারা উপগ্রহের সাহায্য নিয়ে থাকেন। সারা সেই উপগ্রহ চিত্রের মাধ্যমেই মিশরীয় সভ্যতার নিদর্শন খুঁজে বার করার চেষ্টা করেন।
একটি সাক্ষাৎকারে সারা দাবি করেছেন, এই উপগ্রহ চিত্রের সাহায্য তিনি ও তাঁর সঙ্গীরা মিলে মিশরের উত্তর প্রান্তে ১৭টা পিরামিড এবং প্রায় ১ হাজারের উপর কবরের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সারা জানান, কয়েক বছর ধরে মিশরে রাজনৈতিক টালমাটাল অবস্থায় অনেক ঐতিহাসিক নিদর্শন চুরি হয়ে যাচ্ছে। তাঁর মতে, “৫ হাজার বছর আগেও পিরামিড থেকে চুরি হত। কিন্তু এখন এই নিদর্শন চুরি যাওয়া মানে ইতিহাসটাই চুরি হয়ে যাওয়া।” তবে জনগণ কিছু জানার আগেই ঐতিহাসিক নিদর্শন চুরি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে এই উপগ্রহ চিত্র খুবই কাজের বলে মনে করেন তিনি। |