টানা পঁয়ত্রিশ মিনিট উড়ানের নিয়ন্ত্রণ রইল যার হাতে, তার বয়স সবে পাঁচ। হোক না তা ছোট বিমান। বেজিংয়ের ‘ওয়াল্ডলাইফ পার্ক’-এ এমনই অদ্ভূত নজির গড়ল হে ইদে। ইদের বাবা জানিয়েছেন ছেলে যাতে ছোট থেকেই সাহসী হয়, সেই চেষ্টা করছেন তিনি। আর শেখার ইচ্ছেটাও তৈরি হয় এই বয়সেই। তাই বিমান চালানোর হাজার হ্যাপা সামলানোর মতো করে ছেলেকে তৈরি করছেন তিনি। ইদের ঝুলিতে এ রকম অভিনব কীর্তি অবশ্য রয়েছে আরও অনেক। গত বছর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল একটা ভিডিও। তাতে দেখা গিয়েছিল, নিউ ইয়র্কের বরফ ঢাকা রাস্তাতে নামমাত্র জামা গায়ে ছুটে চলেছে একটি শিশু। জাপানের ফুজিয়ামা পর্বতে চড়া বা প্রমোদতরী চালানোর রেকর্ড গড়ে ফেলেছে হে ইদে। এ ভাবে ছেলে মানুষ করার পথে হাঁটতে অবশ্য রাজি নন অনেকেই। জোর করে শিশুকে কোনও কাজে বাধ্য করালে তার কুফল বাচ্চাটিকে সারা জীবন বইতে হতে পারে বলে আশঙ্কা চিনের ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন রিসার্চ সেন্টার’-এর এক কর্তার। বরং নিজেরাই খেলতে খেলতে শিখলে আগ্রহ বেশি বই কম তৈরি হবে না বলেই মত তাঁর।
|
হুমকি পুজো বাতিলের
সংবাদসংস্থা • ঢাকা |
এ বছর পুরনো ঢাকার শাঁখারি বাজার এলাকার হিন্দুরা দুর্গাপুজো বন্ধ রাখতে পারেন। সরকারি ভাবে ওই এলাকাকে ‘হেরিটেজ’ ঘোষণার প্রতিবাদেই এ হেন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আসলে বছর দু’য়েক আগে শাঁখারি বাজার এলাকার ১৪২টি বাড়িকে হেরিটেজ হিসেবে চিহ্নিত করে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)। আর সেটিই সমস্যা তৈরি করেছে। রাজউকের সিদ্ধান্তের ফলে এলাকার বাসিন্দারা পুরনো এবং জরাজীর্ণ অনেক বাড়ির সংস্কার করতে পারছেন না। অবিলম্বে তাই হেরিটেজ হিসেবে চিহ্নিত বাড়ির তালিকা বাতিলের দাবি জানিয়েছেন। সোমবার তাঁরা এ নিয়ে দিনভর হরতাল পালন করেন। তাতেও কাজ না হলে আসন্ন দুর্গাপুজো বাতিল করা হবে বলে জানিয়েছে ‘শাঁখারি বাজার ভূমি মালিক স্বার্থরক্ষা কমিটি’।
|
পাক নৌসেনাকে সাহায্য চিনের
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাক নৌবাহিনীর হাতে এল ফ্রিগেট শ্রেণির নয়া যুদ্ধজাহাজ। মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানান, করাচির জাহাজ কারখানায় তৈরি হলেও নয়া এই যুদ্ধজাহাজ তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘বন্ধু’ চিন। মূলত চিনপ্রদত্ত প্রযুক্তি কাজে লাগিয়েই এফ-২২পি ফ্রিগেট তৈরি করেছে পাকিস্তান। ২০০৫ সালের চুক্তি অনুসারে ইতিমধ্যে আরও তিনটি এফ-২২পি ‘গাইডেড মিসাইল’ ফ্রিগেট পাকিস্তানকে দিয়েছে চিন। |