|
|
|
|
অভিযুক্তেরা এখনও অধরা, থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
খুনের ২২ দিন পরেও অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে না পারায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল ১ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সদস্যরা। রবিবার প্রধাননগর থানায় বিক্ষোভ দেখান তারা। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হন তাঁরা। ‘চুড়ি পরে পুলিশ ঘরে বসে থাকুক’ বলে স্লোগান দেন। বিক্ষোভরত ক্ষুব্ধ মহিলারা পুলিশকে লক্ষ করে চুড়ি ছোঁড়েন। গত ৯ অগস্ট প্রধাননগর এলাকার একটি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। সিনেমা দেখে বার হওয়ার পরে আচমকা এক যুবকের উপর এলোপাথারি ছুরি চালানোয় ঘটনায় তিনি মারা যান। তাঁর নাম বিষ্ণু সিংহ। অথচ ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফাতর করতে পারেনি পুলিশ। ওই অভিযোগ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের একাংশ-সহ এ দিন বেলা সাড়ে এগারটা থেকে আড়াই ঘণ্টা থানায় বিক্ষোভ দেখান ওয়ার্ডের কংগ্রেস নেতাকর্মীরা। ছিলেন এলাকার ওয়ার্ড কাউন্সির সঞ্জয় পাঠক এবং মহিলারাও। তদন্তকারী অফিসার পরিবর্তন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রধাননগর থানার আইসি রাজীব ভট্টাচার্য বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দোষীদের খোঁজা হচ্ছে। তাদের ধরতে সময় তো লাগবেই। তবে তদন্তকারী অফিসারকে পরিবর্তন করা হচ্ছে।” ৭ দিনে দোষীদের ধরতে না পারলে ফের থানায় বিক্ষোভ আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয়বাবু বলেন, “এত দিন পরেও পুলিশ কাউকে ধরতে পারেনি। পুলিশকে কিছু তথ্য দিতে পারে বলে আমরা এক জনকে থানায় পাঠিয়েছিলাম। পুলিশ নিজে থেকে কিছু করতে পারেনি। সাত দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হবে।”
প্রধাননগর থানার আইসি রাজীব ভট্টাচার্য তাদের কাছে দাবি করেন, ২ জনকে তারা গ্রেফতার করেছেন। বাসিন্দাদের দাবি, পুলিশ ঠিক কথা বলছে না। তারা অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। তাঁদের অভিযোগ, বিনা দোষে প্রাণ দিতে হয়েছে রতনলাল বস্তির বিষ্ণু সিংহকে। কেন এখনও পর্যন্ত পুলিশ দোষীদের ধরতে পারল না সেই প্রশ্ন তুলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন। মৃতের মা বিমলা সিংহ বলেন, “এত দিন হয়ে গেলেও দোষীরা ধরা পড়েনি। আমার ছেলে কিছু করেনি। থানার সামনে ঘটনা ঘটার পরেও উদাসীন পুলিশ কর্তারা। দোষীদের ধরার দাবি করছি।”
কল্পনা সোনারদের মতো ক্ষুব্ধ স্থানীয় মহিলাদের বলতে শোনা যায়, “পুলিশ কোনও কাজ করতে পারছে না। তারা বরং চুড়ি পরে বসে থাকুক।” তারা চুড়ি, মালা নিয়ে আসেন থানার পুলিশদের জন্য। সেগুলি তাঁদের দিকে ছুড়ে দেন। ওয়ার্ডের মহিলা কমিটির সভাপতি রিয়া পাল বলেন, “কেন পুলিশ অপরাধীদের ধরতে পারছে না জানতে চাই। বিনা অপরাধে আমাদের বাড়ির ছেলেরা মারা যাচ্ছে আর পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে।”
|
পুরনো খবর: সিনেমা দেখে বেরিয়ে ছুরিতে খুন যুবক, আহত ২ |
|
|
|
|
|