সিনেমা দেখে বেরিয়ে ছুরিতে খুন যুবক, আহত ২ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রধাননগরের বিশ্বদীপ সিনেমা হলের দুপুরের চেন্নাই এক্সপ্রেসের শো তখন সবে শেষ হয়েছে। হল থেকে সিনেমার রেশ গায়ে মেখে বেরিয়ে আসছেন দর্শকরা। আচমকাই ছুরি নিয়ে এক যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি ছুরি চালিয়ে জখম করল কয়েকজনকে। উপস্থিত জনতা তখন হতভম্ব। বিষয়টি ভাল করে বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন তিন জন। এঁদের মধ্যে এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের মধ্যে একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ। তবে আসল ঘটনা বুঝে উঠতে পারছেন না কেউই। তবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে প্রধাননগর থানা। সিনেমা হলের সামনে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ট্রাফিক কন্ট্রোলও। সেখানে সবসময় দুই থেকে তিন জন পুলিশের একটি দল। তা সত্বেও কিভাবে কেউ কাউকে ছুরি মেরে পালাল তা বুঝে পাচ্ছেন না মৃতের পরিবারের লোকজন। |
|
কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা। |
শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “ঘটনায় একজন মারা গিয়েছেন। দুজন আহত। সম্ভবত নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। আমরা ঘটনাস্থলে থাকা আহত বিপ্লব সাহানিকে জেরা করছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিষ্ণু সিংহ (১৮) মাল্লাগুড়ির রতনলাল বস্তির বাসিন্দা। তাঁর পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করায় তার পেট চিরে গিয়েছে। অপর আহত মহম্মদ ইস্রাইল শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। বিপ্লবের বাড়িও রতনলাল বস্তিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রত্যেকেই বাড়িতে সিনেমা দেখতে যাচ্ছি বলে বেরিয়ে ছিলেন। তারপর তাঁরা দেড়টার শোয়ে সিনেমাও দেখে। সিনেমা চলাকালীনই হলের মধ্যে কোনওভাবে বচসায় জড়িয়ে পড়ে তাঁরা। এরপর ঠিক কি হয়েছে জানেন না বলে জানান মৃত বিষ্ণুর মা বিমলাদেবী। |
|
ছুরির আঘাতে আহত যুবক। |
বিষ্ণুর ভাই বিশ্বনাথ বলেন, ‘‘আমাদের হোটেল রয়েছে মাটিগাড়ায়। সেখানে থাকার কথা ছিল দাদার। কিন্তু সিনেমা দেখে তারপর যাবে বলে জানায় দাদা। এরপরই এই খবর পাই প্রধাননগর থানা থেকে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার ওয়ার্ড কমিটির সদস্য বেচন সাহানি। তিনি বলেন, “পুলিশের পেট্রল ভ্যান এই সময় কোথায় ছিল?” তাছাড়া প্রধাননগর থানা ঘটনাস্থল থেকে তিনশো মিটারের বেশি দূর নয়। জনবহুল এলাকায় দিনের বেলা এইরকম ঘটনা কী ভাবে ঘটল জানতে চান বিষ্ণুর প্রতিবেশিরা।
|
—নিজস্ব চিত্র। |
|