জমা জলে ডুবে মৃত্যু প্রতিবন্ধীর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাড়ির উঠোনে বৃষ্টির জমা জলে ডুবে মারা গেল এক প্রতিবন্ধী শিশু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ির কাছে রামনগর কলোনিতে। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। মৃত শিশুটির নাম আকাশ সাহানি (৯)। জানা গিয়েছে, সে বাড়িতে বারান্দায় খেলছিল। তাঁকে রেখে বাজারে যান তাঁর মা দীপ্তিদেবী। এদিকে আকাশের এক দিদি ঘরে ঘুমোচ্ছিল। বৃষ্টির জমা জল প্রায় বারান্দা ছুঁয়ে ফেলেছে। খেলতে খেলতেই কোনওভাবে জলে পড়ে যায় সে। এরপর তাঁর পায়ে সমস্যা থাকায় আর উঠে দাঁড়াতে পারেনি। দীপ্তিদেবী বাজার করে ফিরে দেখেন ছেলে জলে পড়ে রয়েছে। দিদি তখনও ঘুমোচ্ছে। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় বাকরুদ্ধ মৃত শিশুটির বাবা রঘুবীরবাবু। ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এলাকার জল বের করে দেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও প্রধান তপন সিংহ বলেন, “নদী তিন কিলোমিটার দূরে। নালা কেটে জল বের করতে গেলে মাঝের প্রচুর এলাকা জলপ্লাবিত হয়ে যাবে। তবে আমি বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে জানিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী জল নিকাশি ব্যবস্থা তৈরি করে দেবেন।” এলাকার প্রায় দেড়শো বাড়ি থেকে জমা জল সরানোর দাবি জানানো হয়েছে বিডিওর কাছেও। শনিবার রাত থেকে তুমুল বৃষ্টিতে ফুলবাড়ি-১ অম্বিকানগর, রামনগর কলোনি, বকরাভিটা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে জল জমে রয়েছে।
|
তৃণমূলের চাপে ইস্তফা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • কামাখ্যাগুড়ি |
ক্ষমতাসীন দলের চাপে পরিচালন সমিতির সভাপতি পদত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে। কামাখাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের ঘটনা। প্রথম থেকেই বারবিশা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সিপিএমের জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাক্তন-সহসভধিপতি অশ্বিনীকুমার রায় ওই পদে ছিলেন। নতুন সরকার ক্ষমতায় আসলেও এর পরিবর্তন হয়নি। গত শুক্রবার তিনি অধ্যক্ষের কাছে ইস্তফা জমা দেন। তার পরেই বিষয়টি নিয়ে চাপসৃষ্টির অভিযোগ ওঠে। অশ্বিনীবাবু বলেন, “নতুন সরকার ক্ষমতায় আসার পর আমি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও শিক্ষক, অশিক্ষক প্রতিনিধিদের অনুরোধে তা পারিনি। এখন দেখছি অনেকেই তা চাইছেন না। তাই পদত্যাগ করেছি।” যদিও কলেজের সরকারি প্রতিনিধি তথা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক শুক্লা ঘোষ বলেন, “রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন। উনি এত দিন পদে ছিলেন। পরিচালন সমিতির সভায় আলোচনা হবে। আর একটানা ১৫ বছর একটা পদে থাকাটাও কাম্য নয়।” কলেজ অধ্যক্ষ আবদুল কাদের সাফেলি জানান, সভাপতি পদত্যাগের ঘটনায় কোন রাজনীতি আছে বলে জানি না। অশ্বিনীবাবু ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। উনি কলেজের হয়ে খুব ভালই কাজ করেছেন।”
|
পুরভোট নিয়ে সজাগ তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পঞ্চায়েত নির্বাচনের ফল ‘আশানুরূপ’ নয় বলে দলীয় নেতৃত্ব জানিয়েছেন, তাই আলিপুরদুয়ার পুরসভা নির্বাচনে ভাল ফল করতে নেতা-কর্মীদের কড়া নির্দেশ দিল আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা তৃণমূল। পুরসভার ২০ ওয়ার্ডে প্রতিটিকে এক জন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, দলের একেক জন জেলা সম্পাদক এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতাদের ওই দায়িত্ব দেওয়া হবে। গত শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার পুরসভার হলে রাজ্যের শিল্পমন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের জেলা নেতৃত্ব। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডে ভাল ফল না হলে দায়িত্বপ্রাপ্ত নেতার পদ ‘কেড়ে’ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দলের রাজ্য সহ সভাপতি জহর মজুমদার বলেন, “পুর ভোটে তৃণমূলের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার ৭-৮ জন সাধারণ সম্পাদক ১৮ জন সম্পাদক সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতারা ওয়ার্ডভিত্তিক দ্বায়িত্ব পাবেন। যারা ওয়ার্ডে ভাল ফল এনে দিতে পারবেন না, তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হবে।” গত পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদ বার দখলে যাওয়ায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব অসন্তোষের কথা জেলা নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন।
|
ত্রিপাক্ষিক বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বন্ধ কিলকট চা বাগানের জট কাটাতে আজ, ত্রিপাক্ষিক বৈঠক ডাকল শ্রম দফতর। সহকারী শ্রম আধিকারিক শ্যামল রায় চৌধুরী বৈঠকের বিষয়টি জানান। গত শুক্রবার থেকে মেটেলি ব্লকের কিলকট চা বাগান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কিলকট চা বাগানে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে কর্তৃপক্ষ বাগান ছ়েড়ে চলে যান। ২৬ অগস্ট পিএফ, গ্র্যাচুইটি, রেশন, ও শ্রমিক আবাস-সহ ১৪ দাবি সামনে রেখে গেট মিটিং করেন শ্রমিকরা।
|
পাহাড় বন্ধে আটক হজযাত্রীরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ে বন্ধের কারণে আটকে বহু হজ যাত্রী। তাঁদের সমতলে নামার ব্যবস্থা করতে মোর্চার কাছে আর্জি জানালেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। হজ যাত্রার জন্য টিকাকরণের প্রয়োজন। বনধে পরপর দু’দিন এই টিকাকারণ শিবিরে যোগ দিতে পারেননি পাহাড়ের তিন মহকুমার প্রায় ১০ জন হজযাত্রী।
|
দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার ঘটনা দুটি ঘটেছে শিলিগুড়ির ঝংকার মোড় ও লেকটাউন এলাকায়। ঝংকার মোড়ের রামকিশোর প্রসাদ (৫৫) কে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়। লেকটাউনের বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষকেও তাঁর শোবার ঘর থেকে ঝুলন্ত উদ্ধার করে পুলিশ। |